অন্তরীক্ষে যাবেন প্রধানমন্ত্রী মোদী! জানালেন ইসরো প্রধান

নয়াদিল্লি:গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ সেই অভিযানে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরোর…

নয়াদিল্লি:গগনযান অভিযানের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ সেই অভিযানে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সম্প্রতি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ভারতের ‘গগনযান’ অভিযানের অংশ হতে পারেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৫ সালের মধ্যেই হবে এই অভিযান৷ প্রথমবার ভারতের তৈরি মহাকাশযানে চড়ে মহাকাশে যাবেন ভারতীয় মহাকাশচারীরা৷ পৃথিবীর নিম্ন কক্ষপথে ঢুকে পড়বে গগনযান। এই অভিযানে প্রধানমন্ত্রীকে পাঠাতে পারলে তাঁরা গর্বিতহবেন৷

ইসরো প্রধান বলেন, ‘‘যদিও ওঁর আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। গগনযান কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মহাকাশচারী প্রশিক্ষণ কর্মসূচির কথা বলতেই হয়৷ যদি আমারা মহাকাশে দেশের প্রধানমন্ত্রীকে পাঠানোর ক্ষমতা অর্জন করতে পারি, সেই আত্মবিশ্বাস তৈরি করতে পারি, তাহলে আমরা সকলেই অত্যন্ত গর্ব বোধ করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *