ইরান ধ্বংসের ব্লুপ্রিন্ট লুকিয়ে ইসরাইলের মাটিতে? বড় রিস্কে ইহুদি ভূমি | Israel Iran Conflict

 Israel Iran Conflict দিল্লি: ইরান ধ্বংসের নীল নকশা কোথায় লুকিয়ে রেখেছে ইসরাইল? ডিরেক্ট ইরানের বুকে হামলা! এই অ্যাটাক বুমেরাং হয়ে ফিরবে না তো ইহুদী ভূমিতে?…

Israel Iran Conflict

 Israel Iran Conflict

দিল্লি: ইরান ধ্বংসের নীল নকশা কোথায় লুকিয়ে রেখেছে ইসরাইল? ডিরেক্ট ইরানের বুকে হামলা! এই অ্যাটাক বুমেরাং হয়ে ফিরবে না তো ইহুদী ভূমিতে? আগুনে ঘি ঢালছে ইসরাইল, পরে সামাল দিতে পারলে হয়। Israel Iran Conflict

Israel Iran Conflict

সফ্ট টার্গেট (Tensions Between Israel and Iran)

ভয়ংকর যুদ্ধের দামামা বাজল ইরান ইজরায়েলের মধ্যে! ইরানের সেনাঘাঁটিই আপাতত ইসরাইলের সফ্ট টার্গেট। ইজরায়েলি সেনার একের পর এক বোমাবর্ষণ। কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক এলাকা। আক্রমণ ইরাক, সিরিয়াতেও। তেল আভিভের এই আগ্রাসন, কোনো জবাব দেবেনা ইরানি সেনা? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সম্মুখ সমরে ইরান ইসরাইল, পরিণাম মোটেই ভালো নয়। মনে করা হচ্ছে লড়াই আরও তীব্র আকার নিচ্ছে মধ্যপ্রাচ্যে।

Tensions Between Israel and Iran

আঘাত হানল ইজরায়েল (Reasons Behind the Conflict)

শুরুটা হয়েছিল চলতি বছরের ১ লা অক্টোবর। তেল আভিভকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করে তেহরান। তারপর থেকেই তেহরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার বদলা নিতে ফুঁসছিল ইহুদি দেশটা। তবে ইরানের পরমাণু কেন্দ্র না কি ফৌজি ঘাঁটি, কোথায় হামলা হবে, তা নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। কিন্তু সুযোগ পেতেই ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে সরাসরি আঘাত হানল ইজরায়েল।

Reasons Behind the Conflict

পরিস্থিতি কোনদিকে মোড় নেবে? (Global Implications of the Israel-Iran Conflict)

যে আক্রমণের ঝাঁঝ বুঝিয়ে দিচ্ছে গোপনে এতদিন ধরে ইরানকে ধুলিস্যাৎ করার ‘নীল নকশা’ তৈরি করছিল তেল আভিভ। গোটা পরিস্থিতিতে ইরানের প্যালপিটিশন বাড়ছে। আশঙ্কা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিয়ে।

কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল সেগুলোতে হামলা চালাতে পারে তেল আভিভ। সেটা ঘটলে পরিস্থিতি কোনদিকে মোড় নেবে? তাছাড়া ইসরাইলি হামলার প্রত্যুত্তরে ইরান কীভাবে জবাব দেবে? এগুলো যেমন ইম্পরট্যান্ট, তেমনই এটাও মাথায় রাখতে হবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আমেরিকাও।

Global Implications of the Israel-Iran Conflict

সম্মুখ সমরে (Targets)

আমেরিকার স্বার্থ জড়িয়ে ইসরাইলের জন্য। যে ইসরাইলকে এই আগ্রাসী পদক্ষেপের জন্য ভুগতে হবে বলে অলরেডি হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এখন দেখার অ্যাটাক পাল্টা অ্যাটাকের প্ল্যান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়?

যদিও সমর বিশ্লেষকরাও বলছেন, মধ্যপ্রাচ্য বরাবরই বারুদের স্তূপে দাঁড়িয়ে। যাতে বিস্ফোরণ ঘটায় গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের হামলা। প্রায় এক বছর হতে চলল গাজায় ‘ধবংসযজ্ঞ’ চালাচ্ছে তেল আভিভ। সংঘাত শুরু হয়েছে লেবাননে। এবার সম্মুখ সমরে ইরান-ইজরায়েল!

Targets

ফলে যে যুদ্ধ শুরু হয়েছিল গাজায়, এখন তা লেবানন-ইরান হয়ে ছড়িয়ে পড়ছে প্রায় মধ্যপ্রাচ্যে। একদিকে, গাজা-লেবাননে যখন প্রতিনিয়ত যুদ্ধবিরতির দাবি উঠছে তখন নতুন করে লড়াই শুরু করছে ইজরায়েল। ফলে সময়ের সাথে সাথে আরও ভয়ংকর রূপ নিচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।

আরও পড়ুন..

পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করছে ভারত! আমেরিকা কার পক্ষে? প্রকাশ্যে তথ্য

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

World : Israel Iran Conflict : Israel launches airstrikes on Iranian military targets. Get the latest updates on the escalating tensions between Israel and Iran. Know the reasons behind the conflict and its global implications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =