এবার ‘ফাঁকা মাঠে গোল’ দেবে ইস্ট-বাগান! দর্শকশূন্য ISL ফাইনাল

এবার ‘ফাঁকা মাঠে গোল’ দেবে ইস্ট-বাগান! দর্শকশূন্য ISL ফাইনাল

5059c9517cca92c47e626949f87a2e0a

কলকাতা: করোনা ভাইরাসের জেরে আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফে করোনা-কে মহামারীর চেয়েও ভয়ঙ্কর বলে উল্লেখ করা হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেই নির্দেশিকা অনুসারে আগামী ১৫ মার্চের ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডার্বি অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে, এমনই জানানো হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে। এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনাল ম্যাচেও দর্শকাসন থাকবে ফাঁকা।

সদ্য ভারতসেরার শিরোপা পেয়েছে সবুজ-মেরুন শিবির। আই লিগ নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মধ্যে উত্তেজনা এখনও চরমে। এরই মধ্যে ১৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ডার্বি। দু'দলের সমর্থকদের মধ্যেও সেই উত্তেজনা। টিকিট বিক্রিও চলছিল রমরমিয়ে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে সুব্রত দত্ত জানিয়েছেন, আগামী রবিবারের ডার্বি ম্যাচ হতে চলেছে দর্শকাসান-শূন্য মাঠেই। আলোকোজ্জ্বল যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকবেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলোয়াড়রা এবং ক্লাবের অফিসিয়ালরা। করোনা ভাইরাসের সংক্রমণের জেরেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে বিশেষ বৈঠক বসবে আগামী ১৩ ফেব্রুয়ারি। তবে ইস্ট-মোহন ডার্বির মতো ম্যাচ দর্শকশূন্য মাঠে হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সমর্থকরা। ইস্টবেঙ্গল খেলোয়াড় ও অফিসিয়ালদের মধ্যেও এই সিদ্ধান্তে অসন্তোষ লক্ষ্য করা গেছে। মোহনবাগানের তরফেও এই সিদ্ধান্তটিকে দুঃখজনক বলা হয়েছে।

অন্যদিকে আইএসএল ফাইনাল ম্যাচও হতে চলেছে দর্শকশূন্য স্টেডিয়ামে। শনিবার গোয়ার অনুষ্ঠিত হতে চলেছে আইএসএল ফাইনাল ম্যাচ। সেখানেও দর্শকদের দেখা যাবে না বলেই সংবাদসূত্রে জানা গেছে। করোনার জেরেই এই সিদ্ধান্ত। গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা অন্তত ১২ লক্ষ। মৃত্যুর সংখ্যাও প্রায় ৪ হাজার। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণের আতঙ্কে বিশেষ পদক্ষেপ করছে স্বাস্থ্যমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *