কিছুতেই ভাঙড়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ, হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

কিছুতেই ভাঙড়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ, হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

 কলকাতা: নিজের নির্বাচনী কেন্দ্রেই যেতে পারছেন না নওশাদ সিদ্দিকি৷ ভাঙড়ে যেতে  বারবার তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কেন বার বার পুলিশ তাঁকে বাধা দিচ্ছে? ১৪৪ ধারা জারি থাকার কথা বলে তাঁকে কেন আটকানো হচ্ছে? প্রশ্ন তুলেছেন নওশাদ৷  আইএসএফ বিধায়ককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে যে রক্তপাতের শুরু, তা গণনার দিন পর্যন্ত জারি ছিল। গত মঙ্গলবার কাঁঠালিয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জনের। তাঁদের মধ্যে দু’জন আইএসএফ কর্মী। এক জন সাধারণ গ্রামবাসী বলে জানা গিয়েছে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান৷ গণনার দিনের পর বৃহস্পতিবারও অশান্তি আঁচে জ্বলে ওঠে ভাঙড়। বৃহস্পতিবার চালতাবেড়িয়ায় আইএসএফের ঘাঁটিতে বিস্ফোরণে জখম হন আইএসএফের চার সমর্থক। ভাঙড় থেকে উদ্ধার হয় বোমা৷ এর পর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে৷ 

গত শুক্রবার ভাঙড় যাওয়ার পথে নিউটাউনে আটকানো হয় নওশাদের কনভয়৷ দীর্ঘ ক্ষণ গাড়িতেই বসে থাকার পর ফিরে যেতে বাধ্য হন তিনি। পুলিশের আধিকারিকের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়। রবিবার তিনি ফের ভাঙড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এই পরিস্থিতিতে রবিবারই নওশাদ জানিয়ে দিয়েছিলেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। সেই মতো সোমবার হাই কোর্টে গেলেন ভাঙড়ের বিধায়ক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =