ভাঙড়: ভোট সন্ত্রাসে তপ্ত ভাঙড়ে ঢুকতে দেওয়া হল না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পথে রওনা দিয়েছিলেন নওশাদ৷ কিন্তু, নিউটাউনে তাঁর পথ আটকায় পুলিশ। পুলিশের দাবি, হিংসাদীর্ণ ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণেই ওই এলাকায় নওশাদকে যেতে বাধা দেওয়া হয়েছে৷ এলাকার বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁরে ভাঙড়ে যেতে বাধা দেওয়ায় পুলিশ-প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন নওশাদ৷
পুলিশ আধিকারিককে উদ্দশ্য করে নওশাদ বলেন, ‘‘আমি ভাঙড়ের জনপ্রতিনিধি। আমার পরিচয়পত্র রয়েছে। তা হলে কেন যেতে পারব না?’’ পাল্টা পুলিশের আধিকারিক বলেন, ‘‘ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে যাওয়ার অনুমতি নেই।’’ এই নিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে নওশাদের কথা কাটাকাটিও হয়৷ সেই সময়ই সংবাদমাধ্যমকে নওশাদ বলেন, ‘‘তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমি বিধায়ক, আর আমায় যেতে দেওয়া হচ্ছে না।’’ এর পরেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘কতক্ষণ আটকে রাখে আমিও দেখি।’’ তাঁর দাবি, ‘‘আমি শান্তির বার্তা নিয়ে এসেছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো ভাঙড়ে তল্লাশি চালানো হোক।’’
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কটাক্ষ করে বলেন, ‘‘১৪৪ ধারা রয়েছে। আমরা কেউ ভাঙড়ে ঢুকতে পারছি না। আবার উস্কানি দেওয়ার জন্য যাচ্ছেন উনি (নওশাদ)? আবার খুনোখুনি চাইছেন? উনি আবার যেতে চাইছেন উস্কানি দিতে। মায়ের কোল খালি করার চেষ্টা করছেন।’’