সন্দেশখালিতে অশান্তির ঘটনায় আইএসএফ নেত্রীকে গ্রেফতার করল পুলিশ

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় আইএসএফ নেত্রীকে গ্রেফতার করল পুলিশ

কলকাতা: সন্দেশখালিতে অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। শুক্রবার সকালে নিউটাউনের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার রাত থেকেই ওই আইএসএফ নেত্রীর ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়৷ রাতভর তল্লাশি চালানোর পর শুক্রবার সকাল ৬টায় সময় জুবি সাহাকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্দেশখালির বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামবাসীদের প্ররোচনা দেওয়া, মানুষকে একত্রিত করে বিক্ষোভ গড়ে তোলা-সহ বেশ একাধিক অভিযোগ আনা হয়েছে৷  আজই তাঁরে বসিরহাট আদালতে তোলার কথা। এদিকে, আইএসএফ সমর্থক তথা জুবির বন্ধু নাতাশা ফেসবুক লাইভে এসে  অভিযোগ করেন যে, পুলিশ বলছে সন্দেশখালি ২ ব্লকে অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন জুবি৷ অথচ জীবনে কোনও দিন সেখানে যাননি তিনি। জুবি নওশাদ সিদ্দিকির দলের রাজ্য কমিটির সদস্য হওয়ার পাশাপাশি মিড ডে মিল কর্মী ইউনিয়ন (আম্মা)-র অন্যতম সংগঠক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =