মমতা ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি পারব না কেন? ধর্নায় প্রার্থী

মমতা ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি পারব না কেন? ধর্নায় প্রার্থী

ক্যানিং: মগরাহাট পশ্চিম কেন্দ্রের আইএসএফ প্রার্থীর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ নেত্রা হাইস্কুলের বুথের বাইরে বসে বিক্ষোভ দেখালেন সংযুক্ত মোর্চার প্রার্থী মইদুল ইসলাম৷ ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ২ ঘণ্টা বুথে বসতে পারলে আমি কেন পারব না?’’ প্রশ্ন মইদুলের৷ তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে৷ আর তার প্রতিবাদে তাঁর এই অবস্থান বিক্ষোভ৷

প্রার্থী বলেন, ‘‘এলাকায় বোম-বন্দুক নিয়ে এলাকায় সন্ত্রাস চালানো তৃণমূল৷ আমি যখন বুকে এসে মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার কথা বলছি, তখন আমার ওপর আক্রমণ করা হচ্ছে৷ আমাকে বুথ থেকে বেরিয়ে যে বলা হচ্ছে৷ আমার এজেন্টদের বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে৷ তাদের বোসতে দেওয়া হচ্ছে না৷ কেন্দ্রীয় বাহিনী সামনে আমাকে হুমকি দেওয়া হয়েছে৷’’

অন্যদিকে, ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মী৷ তাঁর পায়ে গুলি লেগেছে৷ ভর্তি হাসপাতালে৷ কাঠগড়ায় তৃণমূল৷ ক্যানিংয়ের তালদির কুমোরখালির বুথে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে৷ আপাতত বন্ধ ভোটগ্রহণ৷ কুলতলির ২৩৮, ২৩৮ও, ২৩৯ বুথে রাত থেকে বিদ্যুৎ বিভ্রাট, শুরু হয়নি ভোট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =