মোর্চায় ফাটল! তৃণমূল প্রার্থীকে ভোট দিতে বলে শোরগোল ফেললেন ISF প্রার্থী

মোর্চায় ফাটল! তৃণমূল প্রার্থীকে ভোট দিতে বলে শোরগোল ফেললেন ISF প্রার্থী

 

কৃষ্ণগঞ্জ: পঞ্চম দফা ভোটের আর মাত্র দু’দিন বাকি৷ তার আগেই বড়সড় ফাটল সংযুক্ত মোর্চায়৷ প্রকাশ্যে তৃণমূলকে ভোট দিতে বললেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-প্রার্থী অনুপকুমার মণ্ডল৷ তাঁর অনুগামী ও সমর্থকদের উদ্দেশে তিনি তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নতুন করে শেরগোল ফেলেছেন রাজনৈতির মহলে৷ শুধু তাই নয়, সিপিআইএম প্রার্থী ঝুনু বৈদ্যর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি৷ 

আরও পড়ুন-নববর্ষের শুভেচ্ছায় হিন্দুত্বের জিগির! বিতর্কে দিলীপ ঘোষ

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ময়দানে নেমেছে সংযুক্ত মোর্চা৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে বলে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে৷ তবে মোর্চার ফাটলে আখিরে তৃণমূলই ফায়দা লুটছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই নদীয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল৷ এর মধ্যে অন্যতম হল চাপড়া ও কৃষ্ণগঞ্জ৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে এখানে আলাদা করে প্রার্থী দেয় সিপিআইএম৷ চাপড়ায় প্রথমে প্রার্থী করা হয়েছিব আইএসএফ-এর কাঞ্চনা মৈত্রকে৷ পরে এখানে জাহাঙ্গির আলি বিশ্বাসকে প্রার্থী করে সিপিআইএম। আবার কৃষ্ণগঞ্জে আইএসএফ প্রার্থী অনুপকুমার মণ্ডলের পাশাপাশি ঝুনু বৈদ্যকে প্রার্থী করে বামেরা। এই ঘটনাকে কেন্দ্র করেই সংযুক্ত মোর্চার ফাটল প্রকাশ্যে তলে আসে৷     
 

আরও পড়ুন- নজরে করোনা পরিস্থিতি, বেনজির সিদ্ধান্ত নিয়ে জমায়েত বন্ধ রাখল বামেরা

অনুপবাবু বলেন, সংযুক্ত মোর্চার সমর্থনে আমাকে প্রার্থী করার পর মনোনয়ন জমা দিই৷ কিন্তু এর পর সিপিআইএম তাঁদের নিজেদের প্রার্থী দাঁড় করানোর জন্য উঠে পড়ে লাগে৷ শুধু তাই নয় আমাকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপও দেওয়া হয়৷ কিন্তু রাজি না হওয়ায় সিপিআইএম ঝুনু বৈদ্যকে প্রার্থী করে দেয়৷ সে কারণেই আমি আমার অনুগামীদের তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =