ফেসবুকে রূপবদলের খেলায় মেতেছেন? ‘মাই পাজল’-এর আড়ালে ফাঁস হচ্ছে না তো ব্যক্তিগত তথ্য?

ফেসবুকে রূপবদলের খেলায় মেতেছেন? ‘মাই পাজল’-এর আড়ালে ফাঁস হচ্ছে না তো ব্যক্তিগত তথ্য?

কলকাতা: ফেসবুকের পাতায় ঢুঁ দিলেই ধাঁধা লাগছে চোখে৷ অচেনা রূপে সামনে আসছে চেনা মুখগুলো৷ বন্ধুবান্ধব-অফিস কলিগ থেকে পাড়ার কাকু-কাকিমা, বাদ নেই কেউ৷ হবে নাই বা কেন? সবাই এখন মজেছে ফেসবুক গেম ‘মাই পাজল’-এ। যদিও ফেসবুকে এমন খেলা প্রথম নয়৷ মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের খেলা এসে হাজির হয় সেখানে। সেই গেমের প্রতি তৈরি হয় আসক্তি৷ হয়ে ওঠে ট্রেন্ড৷  সেই স্রোতে গা ভাসান আঠারো থেকে আশি। ইদানিং ফেসবুক ইউজারদের মন কেড়েছে ‘মাই পাজল’৷ খেলাটির মাধ্যমে এক ক্লিকেই আপনার চেহারা বিদেশীদের মতো হয়ে যাবে৷ এআই প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে অন্য লোকের চেহারায় দিব্য বসে যাবে আপনার মুখ৷ বদলে যাওয়া সেই ছবি নিজেদের ফেসবুকে শেয়ারও করছেন সকলে। কিন্ত জানেন কি এই খেলাগুলি আদৌ কতটা নিরাপদ? এর মাধ্যমে কি ফাঁস হতে পারে আপনার ব্যক্তিগত  তথ্য? এথিকাল হ্যাকার সন্দীপ সেনগুপ্তের কথায়, ফেসবুকে বিভিন্ন ধরনের খেলায় আমরা অংশগ্রহণ করে থাকি৷ এর মাধ্যমে কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি প্রবল৷ 

তিনি প্রথমসারির এক সংবাদমাধ্যমে আরও জানান, ফেসবুকে গেমগুলি ইউজাররা খেলছেন, সেগুলি কিন্তু ফেসবুক তৈরি করেনি। সেই গেম কারা তৈরি করেছে, সে বিষয় কোনও তথ্য ফেসবুক দেয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় এ সব খেলায় অংশ গ্রহণের জন্য কিছু অ্যাপ ডাউনলোড করতে বলা হয়৷ আমরাও সাতপাঁচ না ভেবে অ্যাপগুলি ডাউনলোড করে ফেলি এবং আমাদের লাইভ লোকেশন, ফোন নম্বর ভাগ করে নিই। যা থেকে হ্যাকাররা সহজেই আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাক করে নিতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *