খণ্ড-বিখণ্ড চপার! দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, মৃত্যু বিদেশমন্ত্রীরও

তেহরান: চপার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি৷ তাঁর সঙ্গে চপারে ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও৷ তাঁরও মৃত্যু হয়েছে৷ ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে প্রেসিডেন্ট ও…

তেহরান: চপার দুর্ঘটনায় প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি৷ তাঁর সঙ্গে চপারে ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও৷ তাঁরও মৃত্যু হয়েছে৷ ইরানের সরকারি সংবাদ সংস্থার তরফে প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীর মৃত্যুর খবর আনুষ্ঠানিক ভাবে জানানো না হলেও, সে দেশের প্রশাসনিক আধিকারিকদের উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল প্রেসিডেন্ট রইসির চপার। ইরান প্রশাসনের এক শীর্ষ পদাধিকারী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, পার্বত্য অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের চপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রবল বৃষ্টি আর ঘন কুয়াশার জন্য দুর্ঘটনাস্থলে দৃশ্যমানতা খুব কম ছিল বলেও জানান ওই সরকারি আধিকারিক৷

 

প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শুরু হয় উদ্ধার কাজ৷  দুর্ঘটনাস্থলে পৌঁছে কাউকে জীবিত অবস্থায় দেখতে পাননি উদ্ধারকারীরা। তখন থেকেই আশঙ্কা বাড়ছিল৷ ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির বেঁচে থাকার আশাও  ক্ষীণ হচ্ছিল।

সংবাদ সংস্থা রয়টার্স দুর্ঘটনাস্থলের ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, কুয়াশাঘেরা পাহাড়ের বুকে হেলিকপ্টারের ভাঙা অংশ পড়ে রয়েছে৷  চপারটির অবস্থা শোচনীয়। দুর্ঘটনার অভিঘাতে পুড়োপুড়ি তুবড়ে গিয়েছে প্রেসিডেন্টের চপার। দাউ দাউ করে আগুন জ্বলছে তাতে৷ ক্ষতিগ্রস্ত চপারের কেবিন।

২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ৬৩ বছরের রইসি৷ ইরানের রাজনীতির সর্বময় নেতা ছিলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *