IPL করবেন না! কর্তৃপক্ষকে চিঠি কেন্দ্রের, প্রথম দর্শকশূন্য ডার্বি বাংলায়

IPL করবেন না! কর্তৃপক্ষকে চিঠি কেন্দ্রের, প্রথম দর্শকশূন্য ডার্বি বাংলায়

নয়াদিল্লি: করোনাভাইরাস আতঙ্কে এবার চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে আইপিএলে৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ করা নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছে৷ আইপিএল না করার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের হাতেই ছেড়েছে বিদেশমন্ত্রক৷ অন্যদিকে, এই প্রথম আগামী রবিবার দর্শকশূন্য ডার্বির হতে চলেছে যুবভারতীতে৷
আগামী ১৪ তারিখ আইপিএল গভর্নিং বডির বৈঠক হওয়ার কথা৷  সেই বৈঠক শুরু হওয়ার আগেই আজ বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল করবেন না৷ আইপিএল না করার পরামর্শ বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হলেও সংগঠকদের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায় ছেড়েছে কেন্দ্র৷
কেননা, করোনা রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ একইসঙ্গে ভিড় এড়ানোর জন্য কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে পরামর্শ৷ আর এই পরিস্থিতিতে দর্শকশূন্য আইপিএল কীভাবে করা যায় তা নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ এবার বিদেশমন্ত্রকের নয়া পরামর্শে আরও অনিশ্চিত আইপিএলের ভবিষ্যৎ৷
বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই অ্যাডভাইজারি দেওয়া হয়েছে৷ আইপিএলকে ক্রীড়া সংগঠকদের পরামর্শ দেওয়া হয়েছে৷ আইপিএলের গভর্নিং কমিটিরকেও দেওয়া হয়েছে অ্যাডভাইজারি৷ চিঠি দেয়া হয়েছে বিসিসিআইকে৷ আগামি পরশু মুম্বইয়ে আইপিএল গভর্নিং বডির বৈঠক রয়েছে৷ তারপরেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর৷ তবে পরিস্থিতি যা, তাতে বাণিজ্যিক বিষয় খতিয়ে দেখে আইপিএল এবছর নাও হতে পারে বলে সূত্রের খবর৷
অন্যদিকে রবিবার যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দর্শকশূন্য হতে হলেছে৷ করোনা জেরে ডর্বি হলেও মাঠে দর্শকরা তা দেখতে পারবেন না৷ টিভিতে সরাসরি তা সম্প্রচার করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =