কোন ৬ স্টকে ইনভেস্ট করলেই রাতারাতি বড়লোক? KR Choksey এর সাজেশন

কোন ৬ স্টকে ইনভেস্ট করলেই রাতারাতি বড়লোক? KR Choksey এর সাজেশন

3 stocks recomended

 নয়াদিল্লি:  উড়বে টাকা, মে মাস হবে সোনায় সোহাগা! দুর্দান্ত রিটার্ন দেবে, এরকম স্টকের খোঁজ করছেন তো আপনি? আজকে এরকম ৬ টা স্টকের নাম বলবো! যেগুলো আপনাকে ২৫% পর্যন্ত রিটার্ন দিতে পারে। আমরা না, ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম কেআর চোকসির সাজেশন জানুন। 

প্রথম যে স্টকটার নাম বলব সেটি হল- 

ইন্দাসল্যান্ড ব্যাঙ্ক 
 

কেআর চোকসির মতে এই স্টকের দাম এপ্রিল মাসের মধ্যেই ২৫.১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই স্টকের জন্য লক্ষ্য মুল্য রেখেছে ১,৯৫০ টাকা। কারণ, ইন্দাসল্যান্ড ব্যাঙ্ক এখন তাদের ডিজিট্যাল প্ল্যাটফর্ম INDIE র উপর বেশি ফোকাস করছে। ব্যাংক এর মতে আগামী ৩ বছরের মধ্যে তাদের ব্যাবসার একটি বড় অংশ আসবে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে। নেক্সট নামটাও আপনাদের ভীষণ পরিচিত। 
 

আইসিআইসিআই ব্যাঙ্ক –
 

এই শেয়ারটা কেনার পরামর্শ দিয়েছে কেআর চোকসি। তাদের মতে এই কোম্পানির শেয়ার ইনভেস্টররা এপ্রিল মাসের মধ্যেই ১৫.৬ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। ICICI bank এর শেয়ারের লক্ষ্য মুল্য রাখা হয়েছে ১,২৫০ টাকা। ফলে এটাও কিন্তু আপনাদের জন্য ভালো অপশন হতে পারে। এরপরই থাকছে

মিন্ডা কর্পোরেশন- 

Minda Corporation এর শেয়ার এপ্রিল মাসের মধ্যে বিনিয়োগকারীদের ১৭.৮ শতাংশ পর্যন্ত রিটার্ন এনে দিতে পারে। KR চোকসি এই স্টকের লক্ষ্য মুল্য রেখেছে ৪৮৭ টাকা। নেক্সট 

ইউএনও মিন্ডা- কেআর চোকসি মনে করে এপ্রিল মাসের মধ্যেই UNO Minda র শেয়ারের দাম ১২.৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তাই এই স্টকে বিনিয়োগ করারও পরামর্শ দিয়েছে ব্রোকারেজ ফার্ম। তারা এই শেয়ারের লক্ষ্য মুল্য রেখেছে ৭৭৬ টাকা। এছাড়াও রয়েছে –
 

জায়ডাস লাইফসায়েন্সেস-
 

এই শেয়ারটাও কেনার জন্য সাজেস্ট করছে KR চোকসি। যা এপ্রিল মাসের মধ্যেই বিনিয়োগকারীদের ১১.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে। তারা এই শেয়ারের জন্য লক্ষ্য মুল্য রেখেছে ১,১০৭ টাকা। লাস্ট বাট নট দ্যা লিস্ট-

গ্র্যানিউলস ইন্ডিয়া-
 

এটাও সাজেস্ট করেছে KR চোকসি। তাদের মতে এপ্রিল মাসের মধ্যেই ৭.৭ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে এই Granules India। যার জন্য লক্ষ্য মুল্য রেখেছে ৪৮০ টাকা। আর হ্যাঁ এই কোম্পানি মার্কেটে নতুন প্রোডাক্টও লঞ্চ করতে চলেছে। 

এগুলো ছাড়াও যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হতে চান এবং ফ্রিতে শেয়ার বাজার হাতে কলমে শিখে সেখানে বিনিয়োগ করতে চান তাহলে বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে। যেকোনো কাজের দিন সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে যেকোনো সময় আপনি আপনার সুবিধামতো ফোন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =