পোস্ট অফিসে ১,২,৩ এবং ৫ বছরের জন্য ১ লাখ টাকা FD করলে কত রিটার্ন পাবেন?

পোস্ট অফিসে ১,২,৩ এবং ৫ বছরের জন্য ১ লাখ টাকা FD করলে কত রিটার্ন পাবেন?

3 stocks recomended

post office

কলকাতা: মধ্যবিত্ত মানুষ যখন কোথাও বিনিয়োগ করেন, তখন তিনি গ্যারান্টি চান। তাঁরা ঝুঁকি নিতে নারাজ। নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের পেতে হলে পোস্ট অফিস নির্ভর যোগ্য জায়গা৷ 

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে খুবই জনপ্রিয় টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট স্কিম৷ এই প্রকল্পে গ্রাহকরা এক বছর, দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছর মেয়াদে অর্থ বিনিয়োগ করতে পারেন।

বর্তমানে ১ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৯ শতাংশ, ২ বছরে স্কিমে ৭ শতাংশ, তিন বছরে স্কিমে ৭.১ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদে ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস। যদি কেউ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ১ বছরের জন্য ১ লাখ টাকা বিনিয়োগ করতে চান, তাহলে এফডি ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৯ শতাংশ সুদের হারে তিনি ম্যাচিউরিটিতে ১,০৭,০৮১ টাকা পাবেন। সুদ বাবদ পাবেন ৭,০৮১ টাকা।

পোস্ট অফিসে একই স্কিমে ২ বছর মেয়াদে ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ সুদের হারে ম্যাচিউরিটিতে ১,১৪,৮৮৮ টাকা রিটার্ন মিলবে। সুদ হিসেবে হাতে পাবেন ১৪,৮৮৮ টাকা।

৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট স্কিমে ১ লাখ টাকা বিনিয়োগ করলে, ৭.১ শতাংশ সুদের হারে ম্যাচিউরিটিতে মোট ১,২৩,৫০৮ টাকা পাওয়া যাবে৷ এতে সুদ বাবদ মিলবে ২৩,৫০৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + two =