কলকাতা: মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দুপুর ২টোর মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রিভিউ কমিটির হবে সকাল ১১টায়৷ ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সহ বাকি প্রয়োজনীয় তথ্য হলফনামায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বদলে গেল উচ্চমাধ্যমিকের সূচি, ঘোষণা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছে পর্যদ৷ সেই কারণেই সংবেদনশীল এলাকাগুলিকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে৷ আর ইন্টারনেট বন্ধ রাখার এই সিদ্ধান্তেই আপত্তি তুলেছেন অনেকে৷ ইন্টারনেট বন্ধ থাকার জেরে ব্যাঙ্কিং পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা হবে বলে দাবি করা হয়েছে৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পিটিশনও দাখিল করা হয়৷ বুধবার ছিল সেই মামলার শুনানি৷ এই মামলায় রাজ্যের কাছে হলফনামা চাইল ডিভিশন বেঞ্চ৷
মামলাকারীদের বক্তব্য, দেশের কোনও পরীক্ষাতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না৷ তাহলে মাধ্যমিক পরীক্ষায় কেন ইন্টারনেট বন্ধ করা হবে? প্রসঙ্গত, একাধিক জেলার একাধিক জায়গায় পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ মূলত পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হবে। যতক্ষণ পরীক্ষা চলবে, ততক্ষণ নেট পরিষেবা বন্ধ থাকবে৷ পর্ষদের তরফ থেকে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে মোবাইলের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। কোন কোন দিন নেট বন্ধ রাখা হবে পর্ষদের তরফে সেটাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>