হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, SSC-পুরভোট সহ একাধিক মামলা শুনানি সংশয়ে

হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, SSC-পুরভোট সহ একাধিক মামলা শুনানি সংশয়ে

কলকাতা: হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট৷ একাধিক মামলার শুনানিতে সমস্যা৷ এসএসসি মামলায় দিল্লি থেকে অনলাইনে অংশ নেওয়ার কথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ অন্যদিকে পুরভোট মামলায় দিল্লি থেকে ভার্চয়ালি অংশ নেবেন বিজেপি’র আইনজীবী৷ কিন্তু ইন্টারনেট সমস্যা না মিটলে এই সকল মামলার শুনানি নিয়ে সংশয় রয়েছে৷ 

আরও পড়ুন- নদীয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা, সরকারি সাহায্যের দাবি খেলোয়াড়দের

আজ হাইকোর্টে একাধিক মামলার শুনানি রয়েছে৷ কিন্ত হাইকোর্টে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে ব্যহত হওয়া সমস্যা তৈরি হয়েছে৷ আজ প্রথমেই এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা রয়েছে৷ এই মামলায় মামলাকারীদের আইনজীবী হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য৷ তিনি একজন সাংসদও৷ আপাতত সংসদের কাজে তিনি দিল্লিতে রয়েছেন৷ সংসদের কাজের পরেই মামলায় অংশগ্রহণের কথা ছিল তাঁর৷ কিন্তু ইন্টারনেট বিভ্রাটের জেরে তাঁর উপস্থিতি ঘিরে সংশয় তৈরি হয়েছে৷ তিনি উপস্থিত না হতে পারলে মামলার বিচারপর্ব চলবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷

আজ আরও একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে হাইকোর্টে৷  সেটি হল পুরভোটের মামলা৷ এই মামলাটি করেছে বিজেপি ও এক ব্যক্তি৷ এই মামলায় বিজেপি’র প্রধান আইনজীবী হলেন পিঙ্কি আনন্দ৷ তিনিও দিল্লি থেকে ভার্চুয়ালি এই মামলায় অংশগ্রহণ করবেন৷ পিঙ্কি আনন্দ যদি আজ এই মামলায় অংশগ্রহণ করতে না পারেন, তাহলে পুরভোটের মামলা নিয়েও সংশয় তৈরি হবে৷ ইঞ্জিনিয়ররা ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন৷ তবে এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি৷ ইন্টারনেট স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সকল মামলার পাশাপাশি অন্যান্য মামলার শুনানিও সংশয়ে রয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =