করোনা: ওলা চালকদের জন্য সুখবর, মোটা অঙ্কের বিমা ঘোষণা সংস্থার

করোনা: ওলা চালকদের জন্য সুখবর, মোটা অঙ্কের বিমা ঘোষণা সংস্থার

নয়াদিল্লি: প্রতিদিন ফোনে 'অ্যাপ ক্যাব' বুক করছেন৷ হলুদ-কালো ট্যাক্সির আর ঝঞ্ঝাট তেমন নেই এই ডিজিটাল যুগে৷ কিন্তু, সারা দেশে যখন করোনার গ্রাসে, সেই সময় ওই অসহায় চালকদের নিরাপত্তা দেবে কে? কখনও ভেবেছেন?

একটি নামী 'অ্যাপ ক্যাব' সংস্থা ওলা তাদের চালকদের নিরাপত্তার কথা ভেবে বিমা ঘোষণা করেছে৷ এই বিমার আওতায়, করোনা বা কোভিড-১৯ আক্রান্ত ড্রাইভার প্রতিদিন ১ হাজার টাকা হিসাবে ৩০০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন৷ তাঁর স্ত্রীও এই সুবিধা পাবে৷ আক্রান্ত চালকের পরিবার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে৷

এই বিমার আওতায় ওলা ক্যাব, বাইক, রেন্টাল বা আউট স্টেশনের সকল চালকরা সুবিধা পাবেন৷ করোনা আক্রান্ত হওয়ার প্রথম দিন থেকে ২১ দিন পর্যন্ত টানা প্রতিদিন ১০০০ টাকা করে পাবেন চালকরা৷ তাঁদের স্ত্রীরাও আক্রান্ত হলে এই সুবিধা পাবেন৷ এছাড়া এম-ফাইন অ্যাপের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করতে পারেন চালকরা৷

ওলার মুখপাত্র এবং মুখ্য যোগাযোগ আধিকারিক আনন্দ সুব্রামানিয়াম জানিয়েছেন, ওলা ড্রাইভারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোনও ড্রাইভার কোভিড-১৯ এ আক্রান্ত হন, তিনি সাহায্য পাবেন তাঁর স্ত্রীও এই আওতায় পড়বেন৷ ওলার তরফ থেকে আরও জানান হয়েছে, রবিবার জনতার কারফিউ পালন করার জন্য কম গাড়ি চালাবে ওলা। শুধু আপদকালীন পরিষেবা দিতেই চলবে গাড়ি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 20 =