এবার বাড়ি থেকে বেরোলেই ৬ মাস জেল, হাসপাতাল এড়িয়ে চলার নির্দেশ!

এবার বাড়ি থেকে বেরোলেই ৬ মাস জেল, হাসপাতাল এড়িয়ে চলার নির্দেশ!

কলকাতা: করোনা আতঙ্কে ওষ্ঠাগত নগরজীবন৷ লাফিয়ে বাড়ছে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা৷ বাংলাতেও ইতিমধ্যেই বিদেশ ফেরত তিনজনের শরীরে মিলেছে করোনাভাইরাস৷ আর তার জেরেই উদ্বেগ বেড়েছে বঙ্গবাসীর৷ ইতিমধ্যেই বিদেশ থেকে বাংলায় ফিরেছেন প্রায় ৯৫ হাজার বাসিন্দা৷ ভিন রাজ্য থেকেও বাসিন্দাদের আসার কাজও চলছে৷ আর এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ৷ এবার ভিড় নিয়ন্ত্রণ করতে সরাসরি এড়িয়ে চলার  নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর৷

জরুরি প্রয়োজন ছাড়া সরকারি হাসপাতালে আসবেন না৷ আউটডোর এড়িয়ে চলুন৷ জরুরি প্রয়োজন ছাড়া আউটডোর এড়িয়ে চলুন৷ জরুরী অপারেশন না হলে ৩১ মার্চের পর অপারেশন করান৷ নির্দেশিকায় নয়া আবেদন স্বাস্থ্য দপ্তরের৷ একইসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে বিদেশ ফেরত কোনও ব্যক্তি যত্রতত্র ঘুরে বেড়ালে জেল-জরিমানা দুটোই হবে৷ বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে গৃহবন্দি৷ বিদেশ ফেরত ব্যক্তিদের খামখেয়ালি মনোভাব রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷

সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশ থেকে আসা পর পর কোন ব্যক্তি গৃহবন্দি ভেঙে যদি ঘোরাফেরা করেন, তাহলে তাঁকে ৬ মাস পর্যন্ত জেল ও জরিমানা করা হবে৷ ৬ মাসের জেল ও ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ করোনা রুখতে এই বিধি পালনে রাজ্যগুলির সদর্থক ভূমিকা নিতেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + four =