Roz Valley
কলকাতা: চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর! দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর টাকা ফেরত পাবেন তাঁরা৷ নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে টাকা ফেরানোর প্রক্রিয়া৷ টাকা ফেরত প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আমানতকারীরা ওই ওয়েবসাইটে গিয়ে আমানতের নথি সহ আবেদন করতে পারবেন৷
রোজ ভ্যালির প্রতারিতদের টাকা ফিরিয়ে দিতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন তৈরি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ আমানতকারীদের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিন। কমিশনের তত্ত্বাবধানে তৈরি করা হয় অ্যাসেট ডিসপোজাল কমিটি (এডিসি)। কমিটি জানিয়েছে, ওয়েবসাইট তৈরির জন্য একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। কাজ শুরু হয়ে গিয়েছে৷