এই নিয়ে টানা ৪বার, দেশের স্বচ্ছ শহরের তালিকায় শীর্ষ কোন শহর জানেন?

প্রথম বছর এই সমীক্ষায় প্রথম স্থান দখল করেছিল কর্ণাটকের মাইসুর। কিন্তু তারপর তিন বছর ধরে শীর্ষে মাইসুরকে সরিয়ে নিজের নাম খোদাই করেছিল মধ্যপ্রদেশের ইন্দোর। এবছরও তার ব্যতিক্রম দেখা গেল না। ২০২০ পর্যন্ত টানা চারবার দেশের সবচেয়ে স্বচ্ছ শহর হিসাবে পরিচিত হল মধ্যপ্রদেশের শহর ইন্দোর।

 

নয়াদিল্লি: ২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে স্বচ্ছতা সমীক্ষা শুরু হয়েছিল। প্রথম বছর এই সমীক্ষায় প্রথম স্থান দখল করেছিল কর্ণাটকের মাইসুর। কিন্তু তারপর তিন বছর ধরে শীর্ষে মাইসুরকে সরিয়ে নিজের নাম খোদাই করেছিল মধ্যপ্রদেশের ইন্দোর। এবছরও তার ব্যতিক্রম দেখা গেল না৷ ২০২০ পর্যন্ত টানা ৪বার দেশের সবচেয়ে স্বচ্ছ শহর হিসাবে পরিচিত পেল মধ্যপ্রদেশের শহর ইন্দোর।

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিং পুরী স্বচ্ছতা সর্বেক্ষণের তালিকা প্রকাশ করেন। সেখানেই ইন্দোরের নাম সবার আগে দেখা যায়। তালিকা প্রকাশের পর সংস্থার তরফে হরদীপ সিং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ইন্দোরের পরেই আছে গুজরাতের সুরাত শহরের নাম। তৃতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্রের নবি মুম্বই। আলাদা ভাবে স্বচ্ছ গঙ্গা শহরের শিরোপা জিতেছে তীর্থভূমি বারাণসি।

অন্যদিকে, মহারাষ্ট্রের তিনটি শহর করাদ, সাস্বাদ ও লোনাভালা দেশের এক লক্ষের কম জনসংখ্যার শহর গুলির মধ্যে প্রথম তিনটি স্থান দখল করেছে। ২০১৬ থেকে এই সমীক্ষা চালু করার পাশাপাশি স্বচ্ছতার মাপকাঠিতে রাজ্য ও শহরগুলিকে পুরষ্কার বিতরনও করে থাকে কেন্দ্র। শতাধিক শহর নিয়ে গঠিত রাজ্যগুলির ক্ষেত্রে সেরা তকমা পেয়েছে ছত্তিশগড়। ১০০ এর কম শহর নিয়ে গঠিত রাজ্যগুলির বিভাগে প্রথম হয়েছে ঝড়খণ্ড। ১০ থেকে ৪০ লক্ষ জনসংখ্যা নিয়ে গঠিত রাজ্যের বিভাগে সেরার তকমা জুটেছে বিজয়ওয়াড়ার।

এ বছর ৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যা নিয়ে গঠিত রাজ্যের বিভাগে সেরার পুরষ্কার পেয়েছে মাইসুর। মেগাসিটি বিভাগে সবাইকে পিছনে ফেলে দিয়ে প্রথম হয়েছে আহমেদাবাদ। অন্যদিকে, দ্রুত স্বচ্ছ হতে থাকা শহর গুলির মধ্যে প্রথমে উঠে এসেছে মরু শহর যোধপুরের নাম। তালিকায় সেরা শহরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই এদিন মন্ত্রী হরদীপ সিং দেশের বিভিন্ন প্রান্তের সাফাইকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =