ব্রিসবেনে ভারতের লক্ষ্য ৩২৮ রান, চতুর্থ দিনে ৫ উইকেট সিরাজের

ব্রিসবেনে ভারতের লক্ষ্য ৩২৮ রান, চতুর্থ দিনে ৫ উইকেট সিরাজের

ব্রিসবেন: গাব্বায় চতুর্থ দিনের খেলা বারবার ভেস্তে গিয়েছে বৃষ্টির ভ্রুকুটিতে। তাও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের পাহাড় গড়তে পারেনি অজি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মহম্মদ সিরাজ। জিততে হলে পঞ্চম দিনে ভারতকে ৯৮ ওভারে করতে হবে ৩২৪ রান।

সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময়ে ২১ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই করেছিলেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস। কিন্তু প্রথম সেশনেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান প্রথম ইনিংসের ‘হিরো’ শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। এর পরে একে একে প্রত্যেক অজি ব্যাটসম্যানরাই ভালো শুরু করেও দ্রুত সাজঘরে ফিরে যান তরুণ ভারতীয় বোলারদের দাপটে। ক্যাঙারু বাহিনীর একমাত্র অর্ধশতরানটি করেন স্টিভ স্মিথ।

গাব্বার পিচে আজ দাপটের সঙ্গে বল করেন ভারতীয় বোলাররা। সিরাজ-শার্দূলদের আগুনে বাউন্সারে জেরবার হয়ে ওঠেন অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা। ভারতের হয়ে এদিন ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ। গাব্বার পিচে এর আগে মাত্র ৪ জন ভারতীয় পাঁচ কিংবা পাঁচের বেশি উইকেট নিয়েছেন। এরাপল্লি প্রসন্ন, বিষেণ সিংহ বেদী, মদন লাল, জাহির খানের পর পঞ্চম ভারতীয় হিসেবে গাব্বার পিচে ৫ উইকেট নিলেন সিরাজ।

৩২৮ রানের লক্ষ্য নিয়ে ভারত ব্যাট করতে নামলে বৃষ্টি এসে খেলা আধঘন্টা আগেই খেলা শেষ হয়ে যায়। পঞ্চম দিনে ব্যাট করতে নেমে ভারত কি জেতার জন্য খেলবে? নাকি তৃতীয় টেস্টের মতোই ম্যাচ ড্র করার দিকে যাবে? এক্ষেত্রে যদি মঙ্গলবার ভারত জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে তাহলে রোহিত, পূজারা এবং রাহানেকেই দলের সবচেয়ে অভিজ্ঞ হিসেবে গুরুদায়িত্ব ঘাড়ে তুলে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =