India’s Solar Mission
কলকাতা: চাঁদের দেশে জয়ধ্বজা উড়িয়ে এবার সূর্যের পথে পাড়ি জমাতে চলেছে ইসরো। আগামী ২ সেপ্টেম্বর সূর্যের ঠিকানায় পাড়ি দেবে ইসরোর মহাকাশযান আদিত্য এল-১৷ সকাল ১১টা বেজে ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে এই মহাকাশযান। ফলে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ আর মাত্র পাঁচদিন পরই বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক মিশনে নামবে ভারতের বিজ্ঞানীরা। সোমবার বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা৷
চন্দ্রযান-৩-এর সৌজন্যে চাঁদের অদেখা সব ছবি ইতিমধ্যেই দেখেছে ভারত৷ দেখেছে বিশ্ববাসী। আর সূর্যের অদেখা-অজানা অংশের ছবি দেখতে মরিয়া দেশবাসী। ইতিমধ্যেই আদিত্য এল-১ উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং তাঁর টিম৷ উল্লেখ্য বিষয় হল, এই প্রথম ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সৌর মিশনে অংশ নিতে চলেছে। তবে খুব দ্রুত গতিতে সূর্যের কাছে পৌঁছতে পারবে না আদিত্য এল-১। সূর্যের এল-১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতেই আদিত্যর সময় লাগবে ১২০ দিন। আপাতত এই উপগ্রহটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে নিয়ে আসা হয়েছে। এবারও রকেট উৎক্ষেপণ সরাসরি চাক্ষুস করার সুযোগ করে দিচ্ছে ইসরো। তৈরি করা হয়েছে লঞ্চ গ্যালারি। এর জন্য আপনাকে https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷
এস সোমনাথ জানিয়েছেন, সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করাই হবে এই উপগ্রহের কাজ৷ প্রায় ১৫ লক্ষ কিলোমিটার পথ ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সে। লক্ষে পৌঁছতে সময় লাগবে প্রায় ১২০ দিন। জানা গিয়েছে, এই মহাকাশযানটিকে সূর্য ও পৃথিবীর মধ্যে একটি ‘হ্যালো’ কক্ষপথের এল-১ পয়েন্টে স্থাপন করা হবে।