ব্রিসবেন: অসাধারণ! অনবদ্য! অভূতপূর্ব!
ব্রিসবেনের মাঠে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নিল ভারতের তরুণ ব্রিগেড। পাশাপাশি, ২-১ সিরিজ জিতে বর্ডার-গাভাস্কার ট্রফি পকেটে পুড়ল ভারতীয় দল।
মঙ্গলবার গাব্বার মাঠে ৩২৮ রান তাড়া করে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্রিসবেন টেস্টের পঞ্চম দিনে ভারতকে জিততে হলে করতে হত ৩২৪ রান। এদিন প্রথম থেকেই ভারত জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছিল।
মঙ্গলবার রোহিত শর্মার দ্রুত সাজঘরে ফিরে যাওয়ার পর দায়িত্ব নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান নবাগত শুভমান গিল এবং অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। ২১১ বলে ৫৬ রান করে পূজারা ড্রেসিংরুমে ফিরে গেলেও লড়াই চালিয়ে যান তরুণ শুভমান। ১৪১ বলে ৯১ রানের লম্বা ইনিংস খেলেন তিনি। এরপর নাথান লিয়নের বলে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান শতরান হাতছাড়া করে।
অধিনায়ক অজিঙ্ক রাহানে শুরুটা ভালো করেও মাত্র ২৪ রান করেই আউট হন। কিন্তু ম্যাচ জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন তরুণ ঋষভ পন্থ। একে একে মায়াঙ্ক আগরওয়াল এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে জয়ের দিকে এগিয়ে যান তিনি। গাব্বার পিচে পঞ্চম দিনে তিনটে সেশনেই রাজত্ব করে অবশেষে জয় ছিনিয়ে নেয় ভারত। ১৩৮ বলে ৮৯ রান করে অপরাজিত থেকে ম্যান অব দ্যা ম্যাচ হন ঋষভ। ম্যান অব দ্যা সিরিজ হলেন অস্ট্রেলীয় বোলার প্যাট কামিন্স।
চোট আঘাতে জর্জরিত ভারতীয় প্রথম দলের অন্তত সাত-আটজন খেলোয়াড় দলের বাইরে। বোলিং ইউনিটে নেই কোন অভিজ্ঞ মুখ। বোলার হিসেবে এই ম্যাচে অভিষেক করলেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। তা সত্ত্বেও গাব্বার পিচে ৩৩ বছর পর অস্ট্রেলিয়াকে হারের মুখ দেখিয়ে সিরিজ ছিনিয়ে নিল ভারতের এই তরুণ ব্রিগেড। ভারতে জয়কে বর্ণনা করার জন্য হয়ত কোনও ভাষাই যথেষ্ট নয়।