মাত্র ১৪ দিনে ১০০ বেডের করোনা হাসপাতাল নির্মাণ রিলায়েন্সের

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই জটিল পরিস্থিতি মোকাবিলায় হাত বাড়াল রিলায়েন্স। এর আগে জিও গ্রাহকদের তারা জন্য চালু করেছিল বিশেষ প্যাক। তাছাড়া সংস্থাটির তরফে করোনা আক্রান্তদের যাতায়াতের জন্য বিনামূল্যে পেট্রল, ডিজেল দেবে বলে জানানো হয়েছিল। এবার করোনা আক্রান্তদের জন্য তারা চালু করল বিশেষ হাসপাতাল।

নয়াদিল্লি: দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই জটিল পরিস্থিতি মোকাবিলায় হাত বাড়াল রিলায়েন্স। এর আগে জিও গ্রাহকদের তারা জন্য চালু করেছিল বিশেষ প্যাক। তাছাড়া সংস্থাটির তরফে করোনা আক্রান্তদের যাতায়াতের জন্য বিনামূল্যে পেট্রল, ডিজেল দেবে বলে জানানো হয়েছিল। এবার করোনা আক্রান্তদের জন্য তারা চালু করল বিশেষ হাসপাতাল।

ক্রমশই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। সরকারের তরফে স্বেচ্ছাসেবী সংস্থা ছাড়াও, শিল্পপতি, বেসরকারি সংস্থাগুলির উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছিল, যাতে এই ভয়ঙ্কর পরিস্থিতি একসঙ্গে মোকাবিলা করা যায়। সেই সংকল্পই নিল রিলায়েন্স ফাউন্ডেশন। মাত্র দু'সপ্তাহের মধ্যেই তৈরি হয়েছে এই হাসপাতালটি। করোনা আক্রান্তদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে এখানে। সূত্রের খবর, এখনও পর্যন্ত করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১০০টি বেডের ব্যবস্থা করেছে সংস্থাটি। ভেন্টিলেটর, পেসমেকার, ডায়ালিসিস মেশিন ছাড়াও রয়েছে মনিটরিং ডিভাইস। স্যার এইচ এন রিলায়েন্স ফাইন্ডেশন নামে এই হাসপাতালটি তৈরি করা হয়েছে মুম্বইয়ে। সোমবার উদ্বোধন হয় হাসপাতালটির। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে জানানো হয়েছে, 'করোনা পরীক্ষার জন্য রিলায়েন্স লাইফ সায়েন্স অতিরিক্ত কিটও আমদানি করছে। কোভিড ১৯-এর মতো ভাইরাসের মোকাবিলায় আমাদের চিকিৎসক ও গবেষকরা নিরলস গবেষণায় নিয়োজিত রয়েছেন।'

সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, করোনার প্রকোপ রুখতে রিলায়েন্স ফাউন্ডেশন, রিলায়েন্স রিটেল, জিও, রিলায়েন্স লাইফ সায়েন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ রিলায়েন্স পরিবারের ৬ লক্ষ সদস্য একযোগে কাজ করবে। মুম্বইয়ের এই হাসপাতালটি ছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, যারা করোনা মোকাবিলায় প্রধান ভূমিকা গ্রহণ করছেন, তাঁদের জন্য ১০ লক্ষ মাস্ক তৈরির কথাও জানিয়েছে সংস্থাটি। এর আগে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কথা ঘোষণা করেছিল তারা। এমনকী, করোনা আক্রান্তদের যাতায়াতের জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে বিনামূল্যে পেট্রল, ডিজেলও দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাছাড়া টেলিকমে রিলায়েন্স জিওর বিশেষ প্ল্যান এবং ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) ওয়ার্ক ফ্রম হোম প্যাক চালু করার সিদ্ধান্ত এই সঙ্কটজনক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সহায়ক হয়ে উঠছে বলেই মনে করছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =