অস্ট্রেলিয়ার হোটেলে নিজেরাই সাফ করছেন বাথরুম! পরিষেবায় বিরক্ত রাহানেরা

অস্ট্রেলিয়ার হোটেলে নিজেরাই সাফ করছেন বাথরুম! পরিষেবায় বিরক্ত রাহানেরা

সিডনি: বিশ্বজোড়া অতিমারীর আবহেই চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ দিনের ক্রিকেট। লাল বল আর সাদা জার্সির টেস্ট সিরিজ ইতিমধ্যে বেশ জমে গিয়েছে।কিন্তু ভারতের অস্ট্রেলিয়া সফর বিতর্কহীন? এ যেন হতেই পারে না।

একটি ম্যাচ জিতে এবং একটি ড্র করে চার টেস্টের সিরিজে এখন টানটান উত্তেজনা বজায় রেখেছে ভারত। এই ক্রিকেটীয় উত্তেজনার আবহেই সিরিজের শেষ ম্যাচটি হতে চলেছে ব্রিসবেনে। ব্রিসবেনের মাঠে বিতর্কের পুরোনো ইতিহাসকে উস্কে দিয়েই এদিন সামনে এল এক গুরুতর অভিযোগ।

ব্রিসবেনের যে হোটেলে থাকতে দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে পরিচালিত ভারতীয় দলকে, সেখানে নাকি বাথরুমটাও পরিষ্কার করতে হচ্ছে খেলোয়াড়দেরই, এমনটাই অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনিতেই করোনা আবহে কোয়ারেন্টাইনের কঠোর নিয়মকানুন মেনে চলতে হচ্ছে ভারতীয় দলকে, যার ফলে অধিকাংশ সময় কার্যত গৃহবন্দী থাকতে হচ্ছে তাঁদের। তার উপর বাথরুম পরিষ্কারের এই অভিযোগ নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট মহলে। সেই সঙ্গে বাড়িয়েছে খেলোয়াড়দের বিরক্তিও।

ব্রিসবেনের হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। হোটেলের জিম নাকি খুবই সাদামাটা। ভারতীয় ক্রিকেটারদের সেখানে পর্যাপ্ত পরিমাণে অনুশীলন তথা শরীরচর্চার সুযোগ নেই। হোটেলের সুইমিং পুলও নাকি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এমনকি খাবারের মান খুবই সাদামাটা বলে অভিযোগ করেছেন খেলোয়াড়রা। এহেন অস্বস্তিকর পরিস্থিতিতে অবশেষে হস্তক্ষেপ করতে বাধ্য হল বিসিসিআই (BCCI)।

জানা গেছে অজিঙ্ক রাহানে রবিচন্দ্রন অশ্বিনরা যে পাঁচতারা হোটেলে থাকছেন, গাব্বা থেকে তা মাত্র ৪ কিলোমিটার দূরে। ভারতীয় দল ছাড়া সেই হোটেলে নাকি আর বিশেষ কোনো লোক থাকছেন না। ফলে প্রায় শূন্য হোটেল খাঁ খাঁ করছে বেশিরভাগ সময়েই। হোটেল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তাঁর কথায়,”নিজেদের ঘরেই আমরা কার্যত বন্দী। নিজেদেরকেই বিছানা পরিষ্কার করতে হচ্ছে, বাথরুমের অবস্থা শোচনীয়, নিজেরাই পরিষ্কার করে নিচ্ছি। এমনকি সুইমিং পুলটাও ব্যবহার করা যাচ্ছে না।”

এমতাবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। অজি বোর্ডের তরফ থেকে দ্রুত পরিস্থিতির পরিবর্তনের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে। তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দলের জন্যেই সমান ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =