মুম্বই: বইয়ের পাতা থেকে সেলুলয়েড, বারে বারে ফিরে এসেছে বন্ধুত্বের কাহিনী৷ বন্ধু-বান্ধবী ছাড়া জীবন যেন বৃথা৷ যে কথা কাউকে বলা যায় না, সেকথা শুধু জানে প্রিয় বন্ধু-বান্ধবীরা৷ যদি কোনও মেয়েকে প্রশ্ন করা হয় বান্ধবী আগে না স্বামী? কোন দিকে ঝুঁকছে পাল্লা?
সমীক্ষা বলছে, স্বামীর চেয়ে প্রিয় বান্ধবীকেই অধিক পছন্দ করেন মেয়েরা৷ এর পিছনে বেশ কিছু কারণও আছে৷ তাঁরা মনে করেন, স্বামীর সঙ্গে সব কথা ভাগ করা যায় না৷ কিন্তু প্রিয় বান্ধবীর কাছে জীবনটা খোলা বইয়ের মতো৷ মনের সব কথা উজার করে বলা যায় তাঁকে৷ স্বামীর থেকে অনেক বেশি মন পড়তে পারে একজন বান্ধবী৷
সম্প্রতি ১৫১৭ জন মহিলার উপর সমীক্ষাটি করা হয়৷ যার মধ্যে ৫০ শতাংশেরও বেশি মহিলা স্বামীর চেয়ে অধিক গুরুত্ব দিয়েছেন তাঁদের বান্ধবীকে৷ তাঁরা মনে করেন একজন বান্ধবীর সামনে নিজেকে অনেক বেশি মেলে ধরা যায়৷ স্বতঃস্ফূর্ত ভাবে ফুটে ওঠে ব্যক্তিত্ব৷ এমনকী শলা-পরামর্শ করতেও বান্ধবার জুড়ি মেলা ভার৷
অনেকেই আবার স্বীকার করেছেন, ছোটবেলার দুষ্টুমীর সঙ্গীর সঙ্গে যতটা স্বভাব-চরিত্রে মিল রয়েছে, জীবনসঙ্গীর সঙ্গে ততটা মিল ঘটেনি৷ তাঁদের চিন্তাভাবনার গতিও ছুঁটেছে একপথে৷ নারী সঙ্গ তাই অনেক সময়ই দশ গোল দিয়ে যায় রোমান্টিক মুহূর্তকে৷