করোনার জেরে বিদেশে যেতে আগ্রহ নেই ভারতীয় পড়ুয়াদের: সমীক্ষা

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এখনও দাপট চালাচ্ছে। ভারত করোনা টিকা আবিষ্কারের ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে। শোনা যাচ্ছে এবছরের শেষদিকে বাজারে আসতে পারে সেই সমস্ত টিকা। কিন্তু মার্চ মাস থেকে পড়াশোনা একপ্রকার থেমেই গেছে। যদিও অনলাইন মারফত সমস্ত স্কুল কলেজে পড়াশোনা চলছে। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা 'কিউএস' এর একটি সমীক্ষা থেকে জানা গেছে ভারত থেকে পড়ুয়ারা বিদেশে গিয়ে পড়াশোনা করার তাগিদ হারিয়েছে, করোনার দাপটে।

 

কলকাতা: বিশ্বজুড়ে করোনা ভাইরাস এখনও দাপট চালাচ্ছে। ভারত করোনা টিকা আবিষ্কারের ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে। শোনা যাচ্ছে, এবছরের শেষদিকে বাজারে আসতে পারে সেই সমস্ত টিকা। কিন্তু মার্চ মাস থেকে পড়াশোনা একপ্রকার থেমেই গেছে। যদিও অনলাইন মারফত সমস্ত স্কুল কলেজে পড়াশোনা চলছে। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা 'কিউএসে'র একটি সমীক্ষা থেকে জানা গেছে ভারত থেকে পড়ুয়ারা বিদেশে গিয়ে পড়াশোনা করার তাগিদ হারিয়েছে, করোনার দাপটে।

আন্তর্জাতিক ওই সংস্থার রিপোর্টে হতাশা জনক ছবি ফুটে উঠেছে। ওই রিপোর্টে দেখা গেছে ভারতের ৬১ শতাংশ পড়ুয়া তাদের বিদেশ যাত্রা এক বছরের জন্য পিছিয়ে দিয়েছেন। অন্যদিকে, আট শতাংশ পড়ুয়ারা যারা ভেবেছিলেন ভারতের বাইরে অন্য কোনও দেশে গিয়ে পড়বেন, তারা ভেবে রাখা দেশে না গিয়ে চলে যাচ্ছেন ভারতের বাইরেই অন্য কোনও দেশে। পাশাপাশি সাত শতাংশ পড়ুয়ারা বিদেশ যাওয়ার পরিকল্পনা পুরোপুরি বাতিল করে দিয়েছেন।

সমীক্ষা বলছে, এমবিএ ডিগ্রির জন্য যেসমস্ত পড়ুয়ারা বিদেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, বর্তমানে তাদের মধ্যে মাত্র ৪৯ শতাংশই আগের সিদ্ধান্তে স্থির আছেন, বাকিরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। বিদেশে পিএইচডি ডিগ্রির জন্য যাচ্ছেন কেবলমাত্র ২৯ শতাংশ পড়ুয়া। করোনার জন্য বিদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের কোর্সগুলি অনলাইনে করার অফার দিলেও তা থেকে কার্যত বিরত থাকছেন ভারতের ৪৮ শতাংশ পড়ুয়ারা। অন্যদিকে যাদের অনলাইনে আপত্তি নেই তাদের ৮২ শতাংশের দাবি, কোর্স মূল্য কমানো হোক।

আন্তর্জাতিক সংস্থার 'কিউএসে'র সমীক্ষায় সর্বমোট ৬৬ হাজার ৯৫৯ জন পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ভারত থেকে অংশগ্রহণকারীদের সংখ্যা ১১ হাজার ৩১০ জন। আবার নয়াদিল্লি জানিয়েছে, দেশের ২৭ শতাংশ পড়ুয়াদের কাছে উপযুক্ত মাধ্যম না থাকায়, তারা অনলাইন পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছেন। ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি ভারতের ৩৪ হাজার পড়ুয়ার ওপর একটি সমীক্ষা চালিয়ে কয়েকদিন আগেই এই রিপোর্ট পেশ করেছে। যদিও এক্ষেত্রে ভারতের বাস্তবচিত্র আরও কঠিন বলেই মত একাধিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =