নয়াদিল্লি: অল্প সময়ের মধ্যেই চিন থেকে সারা বিশ্বের ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস৷ মরণব্যাধি সৃষ্টিকারী করোনা ভাইরাসের দাপটে তস্ত্র গোটা বিশ্বের৷ এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বহু৷ পৃথিবীর প্রায় ২৫টিরও বেশি দেশে ৫০ হাজারের কাছাকাছি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে পরেছেন৷ বিভিন্ন শহরের হাসপাতালগুলিতে আপদকালীন চিকিৎসার জন্য বিশেষ সুযোগ সুবিধাযুক্ত ইউনিটের বন্দোবস্ত করা হয়েছে ঠিকই, চিকিৎসা পদ্ধতি আশানুরূপ ভাবে সাফল্য এনে দিতে পারেনি৷ এই বিপদ সংকুল পরিস্থিতি থেকে বিশ্বকে রক্ষা করার জন্য এবার এগিয়ে এলেন ভারতীয় বংশোদ্ভুত এক বিজ্ঞানী৷
করোনা ভাইরাসের শক্তি হ্রাস করতে পারে এমন একটি ভ্যাক্সিন আবিষ্কার করেছেন ভারতী বিজ্ঞানী৷ করোনা ভাইরাসের বিপরীতধর্মী ভাইরাসের সমষ্টি দিয়ে প্রস্তুত এই ভ্যাক্সিন৷ চিন থেকে সুদূর অষ্ট্রেলিয়ার মেলব্রোর্নস্থিত ডোহেরটি ইনস্টিটিউটের বিশেষ সহায়তায় নিজের টিমকে সঙ্গে নিয়ে বিট্স পিলানি এবং আইআইএসসি বেঙ্গালেরুর প্রাক্তনী বিজ্ঞানী এসএস ভাসান এই ভ্যাক্সিন প্রস্তুত করলেন৷
ভারতীয় এই বিজ্ঞানী তাঁর গবেষণা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানিয়েছন, তিনি ডোহেরটি ইন্সটিটিউটের কাছে খুবই কৃতজ্ঞ৷ তাদের সহায়তা ছাড়া এই গবেষণা সম্ভব হত না৷ ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমনের হারকে লক্ষ্য করে বিশ্বে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে৷ আগামী ১৬ সপ্তাহের মধ্যেই অষ্ট্রেলিয়ার সিএসআইআরও মানব দেহে করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাক্সিনের সফল প্রয়োগ করতে সক্ষম হবে বলে জানা গিয়েছে৷