নয়াদিল্লি: বেশ কয়েক হাজার শিক্ষানবিশ নিয়োগের ঘোষণা করল ভারতীয় রেল৷ এই নিয়োগ হবে কেবলমাত্র দক্ষিণ পূর্ব রেলে৷ বিভিন্ন ক্ষেত্রে এই নিয়োগ কার্য হবে৷ যার মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক, কেবল জয়েন্টার/ ক্রেন অপারেটর, কার্পেন্টার, পেইন্টার, ওয়্যারম্যান, ওয়াইন্ডার, লাইনম্যান, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, মেশিনিস্ট, পেইন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার পদে৷
খগড়পুর, চক্রধরপুর, সাঁত্রাগাছি, আদ্রা, রাঁচি, ঝাড়সুগড়া, বোন্দামুন্দা, প্রভৃতি স্থানে উপরিল্লিখিতে এই নিয়োগ হবে৷ সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স হতে হবে ১৫-২৪ এর মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা তাদের বয়স সীমার ছাড় পাবেন৷
এই পদের আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতূল্য উত্তীর্ণ৷ মোট শূন্যপদ ১৭৮৫টি৷ আবেদনকৃত পদের শিক্ষার প্রমান স্বরূপ আইটিআই প্রশংসা পত্র দিতে হবে৷ পরীক্ষার জন্য আবেদন ফি ১০০ টাকা৷ মহিলা ও সংরক্ষিত শারীরিকভাবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কোনও ফি দিতে হবে না৷ নির্দিষ্ট এই rrcser.co.in ওয়েবসাইটে আবেদন করতে হবে৷ আবেদনকারী বৈধ মেল আই ডি ও ফোন নম্বর সহ আবেদন পত্র পূরণ করতে হবে আগামী মাসের ৩ তারিখের মধ্যে৷