যাত্রী নিরাপত্তায় ফের মুখ পুড়ল ভারতীয় রেলের! এসি কামরায় ঢুকে যাত্রীদের মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে

যাত্রী নিরাপত্তায় ফের মুখ পুড়ল ভারতীয় রেলের! এসি কামরায় ঢুকে যাত্রীদের মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে

যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল। এবার এসি কামরায় ঢুকে যাত্রীদের মারধরের অভিযোগ উঠল বহিরাগতদের বিরুদ্ধে।  সফরকালে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন যাত্রীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে আপ হাওড়া-রামপুরহাট স্পেশাল এক্সপ্রেসে। হাবড়ার বাসিন্দা তপু দে, পরিবার নিয়ে হাওড়া থেকে রামপুরহাট যাচ্ছিলেন। এসি চেয়ারকারে টিকিট ছিল তাঁর। অভিযোগ, নির্দিষ্ট টিকিট না থাকা সত্ত্বেও সাধারণ টিকিটের এক যাত্রী এসি-কামরায় চেপে বসেন। তাঁর সঙ্গে টিকিট নিয়ে বচসা বাঁধে… সেই বচসার জেরেই অভিযুক্ত যাত্রী বহিরাগতদের ডেকে এনে এসি কোচে তাণ্ডব চালান বলে অভিযোগ।

অভিযোগ, ট্রেন সাইথিয়া স্টেশনে ঢুকতেই সদলবলে ট্রেনের কামরায় উঠে পড়ে বহিরাগত কয়েকজন যুবক। ২০-২৫ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। মুহূর্তেই তপু দে-র উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁকে…তার একটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন ট্রেনের অন্যান্য যাত্রীরাও। এমনকি আক্রমণের হাত থেকে রেহাই পাননি মহিলারাও। অভিযোগ, ট্রেনের টিকিট পরীক্ষককে সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। শুধু তাই নয়, টিকিট পরীক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে সাধারণ টিকিটের যাত্রীদের এসি-তে বসার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে…  

ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য যাত্রীরাও। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। রামপুরহাট জিআরপিতে ঘটনার অভিযোগ জানানো হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল পুলিশ। মারধরের ঘটনায় শরীরের একাধিক জায়গায় আঘাত পেয়েছেন আক্রান্ত ব্যক্তি।

সংরক্ষিত কামরায় যেখানে প্রবেশ নিয়ন্ত্রিত থাকার কথা সেখানে বহিরাগতরা ঢুকে কীভাবে হামলা চালাল? মোটা টাকায় টিকিট কেটেও যেখানে নিরাপত্তার এই হাল সেখানে সাধারণ কামরায় থাকা যাত্রীরা কীভাবে নিরাপত্তা পাবেন? উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =