ট্রেনের টিকিট বুকিং আজই, কখন চালু হচ্ছে IRCTC-র পরিষেবা?

করোনা পরিস্থিতি ক্রমেই সঙ্কটজনক হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার থেকে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সোমবার বিকেল থেকেই চালু হবে টিকিট বুকিং পরিষেবা, এমনই ঘোষণা করা হয়েছিল মন্ত্রকের তরফে। কিন্তু নির্ধারিত সময়েও টিকিট বুকিং করতে পারলেন না যাত্রীরা, এমনই অভিযোগ উঠেছে। তবে সূত্রের খবর, সন্ধে ৬টা থেকে চালু হবে টিকিট বুকিং পরিষেবা।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমেই সঙ্কটজনক হচ্ছে। এরই মধ্যে মঙ্গলবার থেকে ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সোমবার বিকেল থেকেই চালু হবে টিকিট বুকিং পরিষেবা, এমনই ঘোষণা করা হয়েছিল মন্ত্রকের তরফে। কিন্তু নির্ধারিত সময়েও টিকিট বুকিং করতে পারলেন না যাত্রীরা, এমনই অভিযোগ উঠেছে। তবে সূত্রের খবর, সন্ধে ৬টা থেকে চালু হবে টিকিট বুকিং পরিষেবা।

মঙ্গলবার বিকেল ৪টে থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা, এমনটাই টুইটে জানিয়েছিলেন রেলমন্ত্রী পীযুশ গয়াল। রবিবার টুইটে তিনি লেখেন, 'মঙ্গলবার (১২ মে) থেকে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। দিল্লি থেকে দেশের অন্যতম বড় স্টেশনগুলির সঙ্গে সংযুক্ত করবে এই পরিষেবা। সেই সমস্ত ট্রেনের টিকিট বুকিং করা যাবে সোমবার (১১ মে) বিকেল ৪টে থেকে।' তবে কোন এজেন্ট মারফত নয়, আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়েই কাটতে হবে টিকিট, রেলমন্ত্রক জারি করেছিল এমন নির্দেশিকা। তবে ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে টিকিট বুকিং পরিষেবা পাননি যাত্রীরা, এমনই অভিযোগ উঠেছিল। তবে ঠিক কী কারণে এই সমস্যা, সেই বিষয়ে কোনও সদুত্তর পাচ্ছিলেন না তাঁরা। যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ সম্পর্কে রেলমন্ত্রক তেমন কিছু না জানালেও ওয়েবসাইটে পরবর্তী সূচি জানানো হয়েছে। সোমবার সন্ধে ৬টা থেকে চালু হবে টিকিট বুকিং পরিষেবা, ওয়েবসাইটেই পপ আপ মেসেজে এমনই কথা জানিয়েছে রেল।