কলকাতা: রেল পথ ধরে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস৷ সেমি হাইস্পিড ট্রেন বিভিন্ন রাজ্যে চলতে শুরু করেছে৷ তবে বুলেট ট্রেনের জন্য অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। তবে এই মুহূর্তে ভারতীয় রেলের হাতে রয়েছে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন। আবার বেশ কিছু ট্রেনের নামকরণ করা হয়েছে তাদের গতির সঙ্গে সাযুজ্য রেখে। যেমন তুফান মেল, দুরন্ত এক্সপ্রেস। ভারতীয় রেলে তেমনই একটি ট্রেন হল শব্দভেদী এক্সপ্রেস। যেটি চালানো হয় থাস কলকাতা থেকে।
আরও পড়ুন- চুল থেকে গয়না.. সবেতেই রকমারি চকোলেট! কনের সাজ দেখে হতবাক নেট দুনিয়া
এই ট্রেনটি কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে ছাড়ে না। ট্রেনটি ছাড়ে কলকাতা স্টেশন থেকে। একটি শব্দভেদীর গন্তব্য গাজিয়াপুর সিটি। দুর্গাপুর, আসানসোল জংশন, মধুপুর জংশন, জশিডি জংশন, ঝাঁঝা, কিউল জংশন, হাথিদাহ জংশন, বক্তিয়াপুর জংশন, পাটনা জংশন, পাটালিপুত্র জংশন , দিঘাওয়ারা, ছাপড় জংশন, বাল্লিয়া স্টেশনে থাকে এই ট্রেন। অপর শব্দভেদী কলকাতা থেকে যায় বারাণসী৷
এই ট্রেনের কথা কিন্তু অনেকেই জানেন না৷ কারণ, এটি সপ্তাহে মাত্র একদিনই ছাড়ে। অনেকেই বলছেন, ঠিক এই কারণেই ট্রেনটি ততটা জনপ্রিয়তা পায়নি। তবে ট্রেনের পরিষেবায় যাত্রীরা খুশি৷ জানেন কখন ছাড়ে এটি? প্রতি রবিবার রাত ৮টা বেজে ৫ মিনিটে কলকাতা স্টেশন থেকে শব্দভেদী ট্রেনটি ছাড়ে৷ পরের দিন সকাল ১০টা বেজে ১৫ মিনিটে গাজিয়াপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনটিতে এসি টু টায়ার, থ্রি টায়ার, স্লিপার এবং সেকেন্ড সিটিং কোচ রয়েছে। আপাতত আগামী এক মাসের জন্য এই ট্রেনের টিকিট পুরোপুরি বুকিং রয়েছে। মার্চ মাসে টিকিট কাটতে চাইলে পেতে পারেন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>