ভারতীয় সেনাবাহিনীতে এবার করোনা থাবা, মিলল আক্রান্তের সন্ধান!

ভারতীয় সেনাবাহিনীতে এবার করোনা থাবা, মিলল আক্রান্তের সন্ধান!

0f4d0b124a07dfb6d7036ed0e9c16577

নয়াদিল্লি: কোভিদ করোনার কবলে এবার ভারতীয় সেনা৷   এক জওয়ানের শরীরে মিলল করোনা ভাইরাসের জীবানু। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে৷

৩৪ বছরের ওই সেনা জওয়ান লে’র বাসিন্দা৷ ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়ক পদে নিযুক্ত রয়েছেন তিনি৷ জানা গিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি ওই সেনা জওয়ানের বাবা ইরান থেকে তীর্থযাত্রা সেরে দেশে ফেরেন৷ এর পরই তাঁর বাবাকে কোয়ারেন্টাইনে রাখা হয়৷ সেই সময় ছুটিতে ছিলেন ওই জওয়ান৷ কোয়েরেন্টাইনে থাকার সময় বাবা ও পরিবারকে সাহায্য করেন তিনি৷ সেই সময়ই ওই জওয়ান করোনা আক্রান্ত হন বলে মনে করছেন চিকিৎসকরা৷

গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ছুটিতে ছিলেন ওই সেনা জওয়ান৷ ২ তারিখ তিনি কাজে যোগ দেন৷ ৭ মার্চ কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাঁকে৷ ১৬ই মার্চ ওই জওয়ানের সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে এবং তাতেই জানা যায় যে তার শরীরে রয়েছে করোনা পজিটিভ৷ তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়৷ ওই জওয়ানের স্ত্রী, দুই সন্তান ও বোনকেও এসএনএম হার্ট ফাউন্ডেশনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

ইতিমধ্যেই, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৷ মৃতের সংখ্যা তিন৷ বুধবার পুণেতে নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে৷ এই নিয়ে পুণেতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট৷ মহারাষ্ট্রে ৪১, দিল্লিতে ১০, হরিয়ানায় ১৬, কর্ণাটকে ১১, কেরলে ২৭, রাজস্থানে ৪, তেলেঙ্গানায় ৫, জম্মু-কাশ্মীরে ৩, লাদাখে ৮, উত্তরপ্রদেশে ১৫ এবং উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, ওডিশা, পাঞ্জাব এবং তামিলনাড়ুতে ১ জন আক্রান্ত হয়েছে বলে খবর৷  

ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারী বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফ থেকে জানানো হয়েছে, এই মুহুর্তে ভারতে করোনা সংক্রমণের স্টেজ-২ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *