চিকিৎসার জন্য তড়িঘড়ি বেঙ্গালুরু নিয়ে যাওয়া হল হার্দিককে, রবিবারের ম্যাচে খেলতে পারবেন?

চিকিৎসার জন্য তড়িঘড়ি বেঙ্গালুরু নিয়ে যাওয়া হল হার্দিককে, রবিবারের ম্যাচে খেলতে পারবেন?

Hardik

নয়াদিল্লি: বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে ঘটেছে অঘটন৷ গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেকে৷ হার্দিককে তড়িঘড়ি বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর চোট কতটা গুরুতর, তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা, সবটাই ধোঁয়াশা৷ আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন হার্দিক। সেখানে ইংল্যান্ডের এক চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখবেন। রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হার্দিকের খেলা অনিশ্চিত।

আগামী রবিবার ধর্মশালাতে পরের ম্যাচে নামবে ভারত৷ কিন্তু এই ক’দিনের মধ্যে হার্দিক সুস্থ হতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে বোর্ড কর্তাদের। সম্ভবত লখনউয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ভারতীয় এই অলরাউন্ডার। বোর্ডের এক কর্তার কথায়, “হার্দিককে চিকিৎসার জন্য বেঙ্গালুরু পাঠানো হয়েছে। এনসিএ-তে যোগ দেওয়ার পর হার্দিকের গোড়ালি পরীক্ষা করে দেখা হবে৷  ইংল্যান্ডের এক চিকিৎসক তাঁকে দেখবেন। তবে পরের ম্যাচে হার্দিকের খেলা কঠিন।”

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নবম ওভারে হার্দিকের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা৷  দ্বিতীয় ও তৃতীয় বলে হার্দিককে পরপর দুটি চার মারেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস৷ চতুর্থ বল করতে গিয়েই ঘটল অঘটন৷ তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মারেন লিটন দাস। সেই বল পা দিয়ে আটকাতে গিয়ই চোট পান হার্দিক। মাটিতে পড়ে যান৷ সেই সময় হার্দিকের পায়ের উপর তাঁর গোটা শরীরের ওজন পড়ে যায়। তাতেই চোট লাগে তাঁর। হার্দিকের অসমাপ্ত ওভার শেষ করেন বিরাট কোহলি৷ ওই ম্যাচে আর বল করতে পারেননি তারকা অলরাউন্ডার।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, হার্দিককে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পরে তাঁকে সাজঘরেই বসে থাকতে দেখা যায়৷ শুক্রবার তড়িঘড়ি নিয়ে যাওয়া হল বেঙ্গালুুরু৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =