কলকাতা: প্রত্যাশিত ছিলই৷ সেই মতোই মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের সিলেটে সেমিফাইনাল ম্যাচে তাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়ে সহজ জয় পায় হরমনপ্রীত কৌরের ভারত৷ আরও একবার জ্বলে উঠলেন শেফালি বর্মা এবং অধিনায়ক হরমনপ্রীত৷ আগামী শনিবার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ভারত, তা ঠিক হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচের পরই। পুরুষ দল এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও কাপ জয়ের খুব কাছে পৌঁছে গেল মহিলা দল৷
আরও পড়ুন- বোর্ড সভাপতির পদ থেকে সরছেন সৌরভ, উচ্ছ্বসিত শাস্ত্রী, দরাজ সমর্থন রজার বিনিকে
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় তাইল্যান্ড। ব্যাট হাতে ওপেনিং করেন শেফালি এবং স্মৃতি মন্ধানা। তবে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১৩ রানে আউট হয়ে যান স্মৃতি৷ শেফালি ২৮ বলে ৪২ করে আউট হন। ২৬ বলে ২৭ রান করেন জেমাইমা রদ্রিগেস। চার নম্বরে ব্যাট করতে নেমে ৩০ বলে ৩৬ রান করেন হরমনপ্রীত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত।
এই রানই তাইল্যান্ডের কাছে ছিল অনেক৷ রান তাড়া করতে নেমে মাত্র ২১ রানে চার উইকেট হারায় তারা। কিছুটা খেলার রাশ ধরেন নারুমল চাইওয়াই (২১) এবং নাতায়া বুচাথাম (২১)। কিন্তু, তাঁরা দু’জনে ফিরতেই তাইল্যান্ডের ইনিংস তাসের ঘরের মতো ধসে পড়ে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>