india
হানঝাউ: আরও একবার শুটিংয়ে লেখা হল সোনার ইতিহাস৷ এশিয়ান গেমসের পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা জিতলেন ভারতের তিন ছেলে। শুরুতে পিছিয়ে পরেও দারুণ কামব্যাক করলেন সরবজ্যোৎ সিং, অর্জুন চিমা এবং শিবা নারওয়াল৷ শুটিং-এর হাত ধরেই এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা এল ভারতের ঝুলিতে। আর শুটিং থেকে এল ১৩তম পদক। এই নিয়ে পুরস্কারের সম্ভারে এল মোট ২৪টা মেডেল। সরবজ্যোৎ, অর্জুন, শিবা এদিন মোট ১৭৩৪ পয়েন্ট তোলে। মাত্র এক পয়েন্ট পিছনে শেষ করেন চিনা অ্যাথলিটরা। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতে ভিয়েতনাম। সরবজ্যোৎ ও অর্জুন দু’জনেই ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছিলেন। সেখান থেকেও পদকের আশা তৈরি হয়েছিল। তবে সেটা আর হল না। ব্যক্তিগত ইভেন্টে সরবজ্যোৎ শেষ করেন চারে। অর্জুন শেষ করেন আটে ।
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড পার করতে হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একবার করে শট নেন। ভারতের হয়ে ছয় রাউন্ডে সরবজ্যোৎ-এর স্কোর যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭ ও ৯৮। অর্জুনের স্কোর যথাক্রমে ৯৭, ৯৬, ৯৭, ৯৭, ৯৬ ও ৯৫। ভারতের তৃতীয় প্রতিযোগী চিমা তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯২, ৯৬, ৯৭, ৯৯, ৯৭ ও ৯৫।
প্রথম থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ভারতীয় শুটারদের স্কোর যথাক্রমে ২৮৪, ২৮৭, ২৯১, ২৯৪, ২৯০ ও ২৮৮। সব মিলিয়ে তাঁদের পয়েন্ট ১৭৩৪৷ সর্বাধিক স্কোর করে প্রথম স্থানে শেষ করে সোনা জেতে ভারত।