মহামারী করোনার প্রতিষেধক তৈরি করবে ভারত: স্বাস্থ্যমন্ত্রী

মহামারী করোনার প্রতিষেধক তৈরি করবে ভারত: স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি: নোভেল করোনা ক্রমে মহামারী রূপ নিতেই খোঁজ শুরু হয়েছে ভ্যাকসিনের৷ কবে মিলবে করোনার ভ্যাকসিন? এই প্রশ্ন এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে৷ বৃহস্পতিবার এই প্রশ্নেরই জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তিনি জানালেন, করোনার ভ্যাকসিন তৈরি হতে সময় লাগবে দেড় থেকে দু’বছর৷

এদিন করোনা ভাইরাস প্রসঙ্গে এক বক্তৃতায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা করোনা ভাইরাসকে পৃথকভাবে চিহ্নিত করতে পেরেছি৷ করোনা নিয়ে আতঙ্কিত হবেন না৷’’ তিনি আরও বলেন, করোনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি মেনে চলুন৷ জনসমাবেশ এড়িয়ে চলুন৷  আক্রান্তদের থেকেও দূরত্ব বজায় রাখুন৷

হর্ষ বর্ধন জানান, এখনও পর্যন্ত ভারতে ৭৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ যার মধ্যে ৫৬ জন ভারতীয় এবং ১৭ জন বেদেশি৷ পাশাপাশি মালদ্বীপ, মায়ানমার, বাংলাদেশ, চিন, আমেরিকা, মাদাগাস্কার, শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা এবং পেরুতে আটকে পরা ৯০০ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে হলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ আগামী তিনদিনের মধ্যে ইরানে তিনটি বিমান পাঠানো হবে৷ সেদেশ থেকে ফিরিয়ে আনা হবে আটকে পড়া ভারতীয় নাগরিকদের৷

ভ্যাকসিন প্রসঙ্গে সম্প্রতি চিনের পক্ষ থেকে দাবি করা হয়, আগামী এপ্রিল মাসের মধ্যেই করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে আসতে চলেছে তারা৷ ভ্যাক্সিন তৈরির জন্য স্পেশ্যাল টিমও তৈরি করা হয়েছে৷ এর জন্য পাঁচ ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =