দুরন্ত কামব্যাক! পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ছন্দে ফিরলেন হরমনপ্রীতেরা | Women T20 World Cup

India vs Pakistan Women T20 World Cup দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে৷ তবে দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে নক আউটের লড়াইয়ে টিকে…

India vs Pakistan Women T20 World Cup

India vs Pakistan Women T20 World Cup

দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা হয়েছিল পরাজয় দিয়ে৷ তবে দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে হারিয়ে নক আউটের লড়াইয়ে টিকে থাকলেন হরমনপ্রীত কউরেরা। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড কাছে লজ্জার হার হয়েছিল ভারতের৷ তাই পাকিস্তানের বিরুদ্ধে জেতাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ৷ প্রথমে ব্যাট করতে নেমে ১০৫ রান তোলে পাকিস্তান। রান তাড়া করতে নেমে প্রথমে একটু চাপেই পড়েছিল ভারত৷ তবে ঘুরে দাঁড়ায় হরমনপ্রীত-স্মৃতি মন্ধনারা৷ (India vs Pakistan Women T20 World Cup)

 

টসে জিতে ব্যাট ভারতের India vs Pakistan Women T20 World Cup

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। তবে এদিন কৌশল কাজে লাগাতে পারেনি ফতিমারা৷ শুরুতেই চাল কাটে তাঁদের৷ প্রথম ওভারেই গুল ফিরোজাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান রেণুকা সিং ঠাকুর। ভারতের বোলারদের দাপটের সামনে দাঁড়াতে পারেননি পাক ব্যাটাররা। মুনিবা আলি ছাড়া আর কোনও পাক ব্যাটার ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেনি৷

ind1

রান তাড়া ভারতের

১০৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে বেগ পেতে হয় ভারতকেও৷ দুবাইয়ের স্লো পিচে স্পিনার নিয়ে নামে পাকিস্তান৷ মাত্র ৭ রান করেই সাদিয়া ইকবালের বলে আউট হন মন্ধানা৷ এর পর হরমনপ্রীত-জেমাইমা জুটি ম্যাচের হাল ধরে৷ জেমাইমা আউট হওয়ার পর দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়ে দেন হরমনপ্রীত৷

 

আরও পড়ুন –

টানা চার ম্যাচে হার, কোচ বদলালেও ম্যাচ ফস্কাল ইস্ট-বেঙ্গলের হাত থেকে

কিউয়ি দাপটে চুরমার ভারত, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে ব্যর্থ

Sports: India started the Women’s T20 World Cup with a loss but bounced back by defeating Pakistan in Dubai. Harmanpreet Kaur and Smriti Mandhana led the chase after Renuka Singh Thakur’s early breakthrough. India’s win keeps their knockout hopes alive.