কিয়েভ: আট মাস হতে চলল, ইউক্রেনের মাটিতে সামরিক অভিযানে নেমেছে রাশিয়া৷ তবে থেকে লাগাতার আগুন জ্বলছে ইউক্রেনে৷ যুদ্ধে বিধ্বস্ত ভলোদিমির জেলেনস্কির দেশ৷ তবে তারা মাটি ছাড়েনি৷ লড়াই করে চলেছে দাঁতে দাঁত চিপে৷ বেশ কিছু অঞ্চল থেকে পিছু হঠতেও বাধ্য হয়েছে রাশিয়া৷ এরই মধ্যে ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়াল রাশিয়া। রাজধানী কিয়েভে আছড়ে পড়ছে একর পর এক ‘কামিকাজে ড্রোন’। পরিস্থিতি আরও জটিল হওয়ার ইঙ্গিতে৷ কারণ, ইউক্রেনে পরমাণু হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতির মধ্যে নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের দ্রুত ইউক্রেনে ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিশ্বের অন্যতন ধনী দেশের ধনকুবের সুলতানকে ১৫টি ছাগল উপহার দিল বাংলাদেশ!
বুধবার কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়৷ তাতে বলা হয়, “ইউক্রেনে ক্রমশ পরিস্থিতির অবনতি হচ্ছে। সংঘাত আরও চরমে উঠেছে। এই পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় নাগরিকদের ইউক্রেন সফরে না আসার আর্জি জানানো হচ্ছে। পড়ুয়া-সহ যে সকল ভারতীয় নাগরিকরা এখনও ইউক্রেন ছাড়েননি, তাঁরা দ্রুত দেশে ফিরে যান।” ওয়াকিবহাল মহলের ধারণা, রাশিয়া ইউক্রেনের উপর হামলার গতি আরও বাড়াতে চলেছে৷ সেই সঙ্গে মাথাচাড়া দিয়েছে পরমাণু হামলার আশঙ্কাও৷ তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ নয়াদিল্লি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।
কিছুদিন আগেও একটি সতর্কতা মূলক বার্তা জারি করেছিল কিয়েভের ভারতীয় দূতাবাস। সেখানে বলা হয়েছিল, “ইউক্রেনের পরিস্থিতি অগ্নিগর্ভ৷ জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফর করবেন না৷ ইউক্রেনের মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখুন৷ সকলের কাছে অনুরোধ করা হচ্ছে। এতে প্রয়োজন পড়লে সহজেই তাঁদের কাছে পৌঁছনো যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>