নয়াদিল্লি: দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ৷ রাজ্যেও ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ৷ এরই মধ্যে দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার৷ মিলছে না হাসপাতালের বেড়৷ আমাজের রাজ্যে যে ছবিটা উঠে এসেছে৷ তাতে একদিকে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন৷ অন্যদিকে পাওয়া যাচ্ছে না অক্সিজেন৷ এরই মধ্যে খানিকটা স্বস্তির খবর৷ ভারতে আসছে রুশ ভ্যাকসিন৷ হ্যাঁ, খুব শীঘ্রই ভারতে আসছে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি৷
আরও পড়ুন- স্থানীয় লকডাউনে রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠাল কেন্দ্র!
১ মে প্রথম দফায় ভারতে আসছে স্পুটনিক ভি৷ ফলে ভারতীয় নাগরিকরা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পাশাপাশি তৃতীয় ভ্যাকসিন হিসাবে পেতে চলেছে স্পুটনিক-ভি৷ দেশের পাঁচটি প্রথম সারির সংস্থার সঙ্গে রুশ সংস্থার একটি চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে৷ বছরে সাড়ে আটশো মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাঠানো হবে ভারতে৷ তবে প্রথম দফায় কতখানি ডোজ পাঠানো হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷ জানুয়ারি মাস থেকেই দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা দেওয়া শুরু হয়েছে৷ কিন্তু চাহিদার তুলনায় টান পড়ছিল জোগানে৷ এর পরই রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি’কে ছাড়পত্র দেয় কেন্দ্র৷
আরও পড়ুন- এবার বাড়িতেও পরতে হবে মাস্ক, কড়া নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রকের!
এদিকে ১ মে থেকেই ১৮ ঊর্ধ্ব সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে৷ এখনও পর্যন্ত ১৩ কোটি মানুষ টিকা নিয়েছেন৷ যে ভাবে দেশের বুকে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, তাতে আরও বেশি করে টিকাকরণের উপরে জোড় দেওয়া হচ্ছে৷ জানা গিয়েছে, আপাতত রাশিয়া থেকই আসবে স্পটনিক-ভি৷ তবে পরবর্তী পর্যায়ে দেশেই তৈরি করা হবে এই ভ্যাকসিন৷ এই ভ্যাকসিনেক মার্কেটিংয়ের দায়িত্বে থাকছে রুশ সংস্থা আরডেআইএফ৷ তারা জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের পাঁচটি শীর্ষ টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যেই তাঁদের চুক্তি হয়ে গিয়েছে৷