পলাতক জাকির নায়েককে হস্তান্তর, মালয়েশিয়াকে আবেদন ভারতের

ভারতের কাছে পলাতক আসামী জাকির নায়েক। তাকে নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল চলতি বছরের শুরুর দিকেই। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিল সে। নির্দিষ্ট শর্তে তার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছিল নমো সরকার, এমনটাই জানিয়েছিল সে। ফের আলোচনায় ইসলামিক প্রচারক জাকির নায়েক। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তাকে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র সরকার।

নয়াদিল্লি: ভারতের কাছে পলাতক আসামী জাকির নায়েক। জাকিরকে নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল, চলতি বছরের শুরুর দিকেই। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বাড়িয়েছিল বিতর্ক৷ নির্দিষ্ট শর্তে কেন্দ্রকে মামলা প্রত্যাহার করার প্রস্তাবও দিয়েছিলেন পলাতক এই ধর্মীয় নেতা৷ সেই নিয়েও কম বিতর্ক হয়নি৷ এবার করোনা আবহে ফের আলোচনায় ইসলামিক প্রচারক জাকির নায়েক। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জাকিরকে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র সরকার।

গত তিন বছর ধরেই মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে ইসলামিক প্রচারক জাকির নায়েক। তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ভারত সরকারের কাছে পলাতক আসামী জাকির। শুধু ভারতেই নয়, ২০১৬ সালে জুলাই মাসে ঢাকার সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তার যোগ ছিল বলে বাংলাদেশও তার জন্য অবরুদ্ধ। এবার জাকিরকে হস্তান্তরের জন্য মালয়েশিয়ার কাছে আবেদন কেন্দ্র সরকারের৷ এএনআই সূত্রে জানা গেছে, কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়াকে আবেদন জানিয়েছে, জাকির নায়েককে যাতে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে এএনআই।