ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দৈনিক সংক্রমণের হার দেশে ৫০ হাজার ছুঁই ছুঁই, উদ্বেগে বাংলায়

ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দৈনিক সংক্রমণের হার দেশে ৫০ হাজার ছুঁই ছুঁই, উদ্বেগে বাংলায়

নয়াদিল্লি: ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ৷ হু হু করে বাড়ছে সংক্রমণ৷ বিশেষজ্ঞদের মতে, ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে৷ সংক্রমণের হারে বাড়ছে উদ্বেগ৷ ২০২১-এ দৈনিক সংক্রমণের হারে রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৪৭ হাজার ২৬২ জন৷ সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৯০৭ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের৷ এদিকে, করোনা দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বুধবার কেন্দ্র জানাল, ১৮ রাজ্যে করোনার নতুন রূপের সন্ধান মিলেছে।

আরও পড়ুন-  লজ্জা! একের পর এক কুকুরকে ধর্ষণ, অবশেষে ধৃত বিকৃতকাম বৃদ্ধ

এদিকে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,১৭,৩৪,০৫৮৷ সুস্থ হয়ে উঠেছেন ১,১২,০৫,১৬০ জন৷ মৃত্যু হয়েছে ১,৬০, ৪৪১ জনের৷ এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন ৫,০৮,৪১,২৮৬ জন৷ সংক্রমণের এই বাড়বাড়ন্ত দেখার পর ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নয়া নির্দেশিকায় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে আরটি-পিসিআর টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি ‘টেস্ট-ট্র্যাক-ট্রিট’ প্রটোকল লাগু করার উপরেও জোড় দেওয়া হয়েছে৷ জোড় দেওয়া হয়েছে টিকাকরণের উপরেও৷ 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, সারা দেশের মধ্যে ৭৫ শতাংশ আক্রান্ত রয়েছে মহারাষ্ট্র, কেরল এবং পঞ্জাবে৷  মহারাষ্ট্রে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ৷ করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরেও৷ মহারাষ্ট্রে আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এই নির্দেশ কার্যকর থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত৷ 

আরও পড়ুন-  দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল চালু হতে চলেছে বেঙ্গালুরুতে

এদিকে, কলকাতা তথা বঙ্গজুড়েও ক্রমশ মাথাচাড়া দিচ্ছে করোনা৷ মঙ্গলবার স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন৷ মহানগগরীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩১,৫৪৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৫৮১,৪০৩৷ আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে গোটা বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০৪ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *