চিন-পাকিস্তান সাবধান! রাশিয়া থেকে ব্রহ্মাস্ত্র এসে পৌঁছল ভারতের হাতে | Air Defence System

চিন-পাকিস্তান সাবধান! রাশিয়া থেকে ব্রহ্মাস্ত্র এসে পৌঁছল ভারতের হাতে

Air Defence System

নয়াদিল্লি: আশির দশকে আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত যুদ্ধবিমানের মৃত্যুবাণ হয়ে উঠেছিল আমেরিকার তৈরি স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র। তারই রুশ সংস্করণ ইগলা-এসের প্রথম ব্যাচ রাশিয়া থেকে এসে পৌঁছল ভারতে৷ ২৪ টা ইগলা এস ক্ষেপণাস্ত্র সেই সঙ্গে ১০০ মিশাইল চুক্তি অনুযায়ী এল ভারতের হাতে৷ কতটা খতরনাক এই ইগলা এস? শুধুই কি যুদ্ধবিমান ধ্বংস নাকি আরও বৈশিষ্ট্য রয়েছে ইগলা এসের? 

পাঁচ ফুটের সামান্য বেশি দৈর্ঘ্যের ইগলা-এসের পাল্লা ছয় কিলোমিটার। শত্রুপক্ষের হেলিকপ্টার বা নীচু দিয়ে ওড়া যুদ্ধবিমানকে ‘থার্মাল সেন্সর’-এর সাহায্যে খুঁজে নিয়ে ধ্বংস করতে পারে এই রুশ ক্ষেপণাস্ত্র। সবচেয়ে বড় সুবিধা হল এক জন মাত্র প্রশিক্ষিত সেনা কাঁধে তুলে ব্যবহার করতে পারে এটিকে।

শোনা যাচ্ছে পাকিস্তান এবং চিন সীমান্তবর্তী দুর্গম এলাকায় প্রতিপক্ষের নজরদারি এবং ঘাতক ড্রোন নিশানা করতেও এটি ব্যবহার করা যেতে পারে। LAC তে এটিকে মোতায়েন করতে পারে ভারত৷ ২০২৩ সালে নভেম্বর মাসেই রাশিয়ার সহযোগিতায় স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার৷ বলতে পারেন পশ্চিমা চোখরাঙানিতে এক্ষেত্রে পাত্তা দেয়নি নয়া দিল্লি৷ তবে ইগলা এসে খবর আসতে চীন ও পাকিস্তানের যে ঘুম উড়বে চা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − two =