Flipkart, Amazon-এর বিরুদ্ধে তদন্তে নামছে কেন্দ্র, কেন জানেন?

Flipkart, Amazon-এর বিরুদ্ধে তদন্তে নামছে কেন্দ্র, কেন জানেন?

নয়াদিল্লি:  ভারত সরকার অ্যামাজন ও ওয়াল মার্টের ফ্লিপকার্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ভারত সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, আমেরিকার এই দুটি ইকমার্স সংস্থা ভারতে ব্যবসা করার ক্ষেত্রে অনেক সময় আইন মানছে না। ভারতে মার্কিন এই দুই সংস্থা ব্যাপক পরিমাণে ব্যবসা করছে। ভারতের কোনায় কোনায় পৌঁছে গেছে এই দুটি মার্কিন ইকমার্স সংস্থার।

দ্য কমিপিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ফ্লি্পকার্ট ও অ্যামাজন তাঁর গ্রাহকদের প্রচার করছেন। বিশেষ করে যে সমস্ত গ্রাহক ফ্লিপকার্ট ও অ্যামাজেনর থেকে পণ্য কিনে খুশি।  কমিশন দাবি করেছে, এই প্রচারের জেরে দেশের অন্যান্য ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিসিআইয়েক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রজশনীশ কুমার জানিয়েছেন, ফিল্পকার্ট সমস্ত আইনের বিষয়ে অবগত। বর্তামে সিসিআইয়ের নির্দেশ তারা পর্যালোচনা করছেন বলে তিনি মন্তব্য করেছেন।

অ্যামাজেনর তরফে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সিসিআইয়ের। সেই অভিযোগগুলোকে শুধরানোর জন্য সিসিআই একটা সুযোগ দিয়েছে। অ্যামাজন জানিয়েছ, খুব শীঘ্রই তারা নিজের খামতিগুলো শুধরে নেবে। চলতি সপ্তাহেই অ্যামাজনের প্রধান জেবস বেজসের ভারতে আসার কথা আছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই তিনি ভারতে এসে দেশের সরকারের সঙ্গে কথা আলোচনায় বসবেন।

ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে দিল্লি ব্যাপার মহাসংঘের তরফে অভিযোগ জানানো হয়।  অভিযোগে বলা হয়, কিছু কিছু গ্রাহককে বিশেষ সুবিধা দিচ্ছে ফ্লিপকার্ট ও অ্যামজনোর তরফে। এছাড়াও অনেক কমদামে পণ্য বিক্রি করছে আমেরিকার এই দুটি সংস্থা। যার ফলে ছোট ছোট সংস্থাগুলো এদের কাছে পেরে উঠছে না। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেই সিসিআইয়ের তরফে এই দুটো সংস্থার কাছে ১১ পাতার একটি নির্দেশ পাঠায়। সিসিআইয়ের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তদন্ত করছে ৬০ দিনের মতো সময় লাগবে। তবে সাধারণ এই ধরণের অভিযোগে আরও বেশি সময় লেগে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =