বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত, হাসিনা বললেন, ‘ভারত বিশ্বস্ত বন্ধু’

নয়াদিল্লি: বাংলাদেশি মানুষদের জন্য ভারত সরকারের তোফা৷ ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ই-মেডিক্যাল ভিসা চালু করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি…

নয়াদিল্লি: বাংলাদেশি মানুষদের জন্য ভারত সরকারের তোফা৷ ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ই-মেডিক্যাল ভিসা চালু করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, যে সকল বাংবাদেশি নাগরিক ভারতে চিকিৎসা করাতে চান, তাঁরা এই সুযোগ পাবেন৷ এছাড়াও জানানো হয়, বাংলাদেশের রংপুরে ভারত সরকার একজন হাই কমিশনার নিয়োগ করবে। যাতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভারতে আসার ভিসা পেতে কোনও অসুবিধা না হয়। তাঁদের আর ভিসার জন্য ঢাকায় আসার প্রয়োজন হবে না।

 

ই-মেডিক্যাল ভিসা চালু হলে ওপাড় বাংলার মানুষদের জন্য খুবই সুবিধা হবে৷ চিকিৎসার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষই কলকাতার হাসপাতালগুলির উপর ভরসা করেন। ভিসা জটিলতার জেরে বহু বাংলাদেশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেও আসতে পারেননি। ফলে কলকাতার হাসপাতালগুলিতেও ব্যবসা মার খেয়েছে। তবে শুধু কলকাতা নয়, বাংলাদেশিরা এখন চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, হায়দরাবাদ, দিল্লি, মুম্বইয়ের হাসপাতালগুলিতেও চিকিৎসা করাতে আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *