কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা। দু’পক্ষের মধ্যেই দেখা যায় জেতার মরিয়া প্রয়াস। কিন্তু, শনিবার এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান হকি ম্যাচে লড়াই ছিল কিছুটা একপেশে৷ ম্যাচে দেখে বোঝার উপায় নেই এটা প্রতিযোগিতা৷ অনেকেরই এটা প্রদর্শনী ম্যাচ বলে মনে হতে পারে। একের পর এক গোল করে গেল গেল ভারত৷ আর তা হজম করল পাকিস্তান৷ গুণে গুণে দশ গোল দিয়ে ম্যাচ ঝুলিতে পুড়ে নিল মেন ইন ব্লু৷ ম্যাচের ফল ১০-২৷ শুধু এশিয়ান গেমস নয়, এর আগে ভারত-পাকিস্তানের কোনও হকি ম্যাচে এত গোল হয়নি। শনিবারের ম্যাচ তাই নতুন ইতিহাস তৈরি করল। এই জয়ের পাশাপাশি এশিয়ান গেমস হকিতে সেমিফাইনালে উঠে গেল ভারত।
কিছু দিন আগে ভারতের এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এতটা খারাপ পারফরম্যান্স করেনি পাকিস্তান। এ দিন ভারতের সামনে যেন দাঁড়াতেই পারল না তারা। গোটা ম্যাচ জুড়ে পাক শিবিরের দিকে ধেয়ে গেলে একের পর এক আক্রমণ৷ অধিনায়ক হরমনপ্রীত সিং একাই দিলেন চার গোল। বাকিরা যে যখন আক্রমণে নেমেছেন, তখনই গোল করে এসেছেন। তাও খুব সহজে৷ মাঝে অবশ্য দুটো গোল শোধ দিয়েছিল পাকিস্তান৷ কিন্তু, ম্যাচে কোনও দাগ কাটতে পারেনি।
পাকিস্তান এই প্রতিযোগিতায় ৩৪ গোল দিয়েছে৷ কিন্তু, ভারতের মুখোমুখি হয়েই তারা টের পেয়েছে আসল লড়াই কাকে বলে। ম্যাচের শুরু থেকেই যেন সাঁড়াশি আক্রমণ চালায় হরমনপ্রীতের ভারত৷ তার পর শুরু হয় পাকিস্তানের বক্সে গোলা বর্ষণ। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। বলের উপর নিয়ন্ত্রণ রেখেছিল তাদের স্টিক। শেষ পর্যন্ত ১০ গোল করে পাকিস্তানকে ধরাশায়ী করে দেয় মেন ইন ব্লু৷