india
কলকাতা: দিল্লিতে আজ, বুধবার ‘সমন্বয় কমিটি’র বৈঠকে বসছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট৷ এদিকে আজই জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি৷ সেই কারণেই দিল্লিতে যাতে পারবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সূত্রে তেমটাই ইঙ্গিত মিলেছে। এদিকে, সমন্বয় কমিটির বৈঠকে আজ উপস্থিত থাকবেন না সিপিএমের কোনও নেতাও৷ ফলে বুধবার বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় ও নির্বাচনী রণকৌশল কমিটির প্রথম বৈঠকে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কেউই হাজির থাকছেন না। দুই দলের অনুপস্থিতিতেই ইন্ডিয়া-র শরিক দলগুলির মধ্যে আসন বণ্টন প্রক্রিয়া, যৌথ নির্বাচনী প্রচার ও জনসভা নিয়ে আলোচনা শুরু হতে চলেছে।
বুধবার বিকেলে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে ১৪ সদস্যের বৈঠক হওয়ার কথা। লোকসভা ভোটের আসন রফা থেকে শুরু করে নির্বাচনী প্রচার কৌশল সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে।
সদস্য হিসাবে এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে কুন্তল ঘোষের চিঠি মামলায় এদিনই তলব করা হয়েছে তাঁকে। অভিষেক এই তলব নিয়ে বিজেপিকে নিশানা করলেও মঙ্গলবার স্পষ্ট হয়ে যায় যে, সমন্বয় কমিটির বৈঠকে অভিষেক উপস্থিত থাকছেন না৷ বরং, তিনি বুধবার সকালে হাজিরা দেবেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে৷ ফলে তাঁকে ছাড়াই হবে ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটি বা সমন্বয় কমিটির বৈঠক৷
তৃণমূল প্রথমে ভেবেছিল অন্য কাউকে বৈঠকে পাঠানো হবে৷ কিন্তু পরে শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেন, অন্য কাউকে পাঠালে কমিটির গুরুত্ব লঘু করা হবে। এদিকে, মুম্বইয়ে সমন্বয় কমিটি গঠনের সময়ে সিপিএম-এর তরফে জানানো হয়েছিল যে, দলের কে ওই কমিটিতে থাকবেন, তা পরে জানানো হবে। কিন্তু, এখনও সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলীয় সূত্রের খবর, শনি-রবিবার দিল্লিতে সিপিএমের পলিটবুরো বৈঠকে এ নিয়ে আলোচনা হবে৷