india
নয়াদিল্লি: এবার ভুটানের সঙ্গে রেলপথে জুড়বে ভারত৷ শীঘ্রই শুরু হবে সমীক্ষা৷ রেল পরিষেবা চালু করার পাশাপাশি বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও ভুটানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছে নয়াদিল্লি৷ ভারত সফররত ভুটানের রাজা জিগমি খেসার নামগয়াল ওয়াংচুকের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ভুটানের রাজা। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এবার ভারত ও ভুটান যুক্ত হবে রেল পথের মাধ্যমে। জানা গিয়েছে, অসমের কোকরাঝাড় এবং ভুটানের গেলেফুর মধ্যে রেল সংযোগ গড়ে তোলা হবে৷ এর জন্য নির্দিষ্ট জায়গা খুঁজতে চূড়ান্ত সমীক্ষায় সম্মতি জানিয়েছেন ওয়াংচুক। ভুটানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। ঘটনাচক্রে ভারত ও ভুটান যখন আলোচনার টেবিলে রেল লিঙ্ক নিয়ে আলোচনা করছে, তখন সীমান্ত বিবাদ নিয়ে চিনের সঙ্গে ভুটানের আলোচনা চলছে। কূটনৈতিক দিক থেকে এই রেলপথের আলোচনা বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রেল পথ ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি নিয়েও আলোচনা হয় ওয়াংচুকের।