india
নয়াদিল্লি: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ সেই যুদ্ধের আগুন এখনও জ্বলছে৷ ২০২৩ সালের অক্টোবর, শুরু হয় ইজরায়েল হামাস যুদ্ধ৷ এর পর সাম্প্রতিক পাকিস্তান-ইরান। যুদ্ধের হাওয়া বইছে গোটা বিশ্বজুড়ে। নিজেদের ক্ষমতা প্রদর্শনে মরিয়া বিশ্বের শক্তিধর দেশগুলি৷ এই অবস্থায় একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় উঠে এল কে ঠিক কতটা শক্তিধর? ভারতের স্থানই বা কোথায়?
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ হল আমেরিকা৷ তার ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া৷ তৃতীয় স্থানে রয়েছে শি জিনপিং-এর চিন৷ ভারত রয়েছে চতুর্থ স্থানে৷ ২০০৬ সাল থেকেই সমরশক্তির সমীক্ষা চালাচ্ছে গ্লোবাল ফায়ারপাওয়ার মিলিটারি স্ট্রেংথ৷ ১৪৫ দেশের মোট ষাটটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই দেশগুলির সেনাশক্তির তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাহিনীতে সেনার সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক স্থিতাবস্থা, ভূপ্রাকৃতিক অবস্থান, মজুত থেকে রসদ প্রভৃতি বিষয়গুলি। এর উপর ভিত্তি করে ‘পাওয়ার ইনডেক্স স্কোর’ দেওয়া হয়েছে দেশগুলিকে।