ঘটনাবহুল চতুর্থ ম্যাচে দাদাগিরি ভারতের, ইংল্যান্ডকে হারিয়ে সমতায় বিরাট বাহিনী

ঘটনাবহুল চতুর্থ ম্যাচে দাদাগিরি ভারতের, ইংল্যান্ডকে হারিয়ে সমতায় বিরাট বাহিনী

 

আহমেদাবাদ: অবশেষে টস জয়-দ্বিতীয় ব্যাটিং-ম্যাচ জয় ধারাটি ভঙ্গ হল, আর তা হল চূড়ান্ত নাটকীয়ভাবে। বৃহস্পতিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ও প্রথম ব্যাট করেও ইংল্যান্ডকে চতুর্থ টি-টোয়েন্টিতে ৮ রানে ধরাশায়ী করে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ভারত। দুটি দলই এখন ২-২ অবস্থান নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে শেষ খেলায় নামবে।

দুই দলেরই ব্যাট এবং বলে দুরন্ত প্রর্দশন, টানটান উত্তেজনা এবং দুই ইনিংসেই আম্পায়ারিংয়ের বিতর্ক বৃহস্পতিবারের ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নেমেই ছক্কা হাঁকিয়ে যাত্রা শুরু করলেন সূর্যকুমার যাদব। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ৫৭ রান করেন সূর্যকুমার। তার ইনিংস ভারতের স্কোরবোর্ডকে বাড়তি গতি দেয়। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে যাদব সাজঘরে ফিরলেও রানের গতি অব্যাহত রাখেন শ্রেয়স আইয়ার। তবে সূর্যকুমারের আউটে আম্পায়ারিং নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। স্যাম কারেনে বলে সূর্যকুমার সুইপ করলে বল যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দাঁড়ানো ডেভিড মালানের হাতে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে যেভাবে ক্যাচটি নেন মালান তাতে বোঝা যায় না যে বল আদৌও হাতেই ছিল নাকি মাটি ছুঁয়েছিল। অসংখ্যবার রিপ্লে দেখার পরও খাঁটি প্রমাণ না পাওয়ায় অনফিল্ড আম্পায়ারের সফট সিগন্যাল আউটকেই স্বীকৃতি দেন তৃতীয় আম্পায়ার।

১৪ তম ওভারে যাদবের আউট হওয়ার পর ভারতের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন শ্রেয়াস আইয়ার। ১৮ বলে ৩৭ রান করে সম্ভবত নিজের সেরা টি-টোয়েন্টি ইনিংসটি খেললেন তিনি। ১৮৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে সিরিজের সেরা ব্যাটিং পিচ হওয়ার জন্য এবং শিশির থাকার কারণে এই রান ভারতের কাছে খুব একটা সুবিধার লাগছিল না।

ইংল্যান্ড ১৮৬ রানের জবাবে ধীর ও নিয়ন্ত্রিত শুরু করে। প্রথমে ইংরেজ ওপেনার জেসন রয় এবং পরে বেন স্টোকস ধীরে ধীরে ভারতীয় বোলিংকে তছনচ করতে শুরু করেন। তবে ভারতের বোলাররা ভেজা বল দিয়েও অসম্ভব নিয়ন্ত্রণ দেখিয়ে গতির সঙ্গে রীতিমতো ছেলেখেলা করে ক্রমাগত একই জায়গায় বল করে গিয়েছেন। শেষ মুহূর্তে স্টোকস তখন জ্বলে উঠেছিল তখন ৪ ওভারে ৪৪ রান বাকি থাকা অবস্থায় বিরাট কোহলি তার দলকে নেতৃত্ব দেওয়ার ভার তুলে দেন সহ-অধিনায়ক রোহিত শর্মার হাতে। সেই পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনেন রোহিত। ১৬ তম ওভারে শার্দুল ঠাকুর বেন স্টোকস ও ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গানকে সাজঘরে ফিরিয়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন। বর্তমানে সিরিজ ২-২। শনিবার শেষ টি-২০ ম্যাচ দুই দলের কাছে কার্যত ফাইনালের মতো। যে দল জিতবে সেই সিরিজ জয়ের স্বাদ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =