ভারতের আকাশে উড়বে ইমরান খানের বিমান! পাকিস্তানকে অনুমতি কেন্দ্রের!

মঙ্গলবার দু'দিনের শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দ্বন্দ্ব রয়েছে চিরকালীন, হয়তো থেকেও যাবে আরো বহুকাল, কিন্তু সরকারি কাজকর্ম তো আর তার জন্য বন্ধ রাখা যায় না! চলে না ইগো আঁকড়ে বসে থাকলেও। তাই ইমরান খানের বিমান যখন ভারতের আকাশসীমার মধ্যে দিয়ে উড়ে যাওয়ার অনুমতি চাইল তখন আর আপত্তি করল না ভারত সরকার। দেশের আকাশের উপর দিয়েই উড়ানের অনুমতি দিল পাকিস্তানের বিমানকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর অন্যান্য সরকারি অফিসাররা ভারতের আকাশসীমার মধ্যে দিয়েই উড়ে যাবেন শ্রীলঙ্কায়, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। মঙ্গলবার দু’দিনের শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী। বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ছাড়াও এদিন তাঁর সঙ্গে যাত্রায় থাকবেন সে দেশের মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য ও উচ্চ পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিগণ। এই বিমানযাত্রার জন্যেই ভারত  সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল বলে জানা গেছে।

বস্তুত, শ্রীলঙ্কা সরকারের তরফ থেকেই পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে সূত্রের খবর। সেখানে গিয়ে ইমরান খান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ব্যবসা বিনিয়োগ স্বাস্থ্য শিক্ষা কৃষি প্রযুক্তি পর্যটনসহ নানা বিষয়েই দুই দেশের মধ্যে আলোচনা চলবে। পাক শ্রীলঙ্কা এই বৈঠকটি কূটনীতির আঙিনায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগেই শ্রীলঙ্কার পার্লামেন্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সঙ্গে সংঘাতের সম্ভাবনা এড়াতেই সেই বক্তৃতা শ্রীলঙ্কা বাতিল করেছিল বলে খবর ছড়িয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিনের জন্য শ্রীলঙ্কা ভারতের কাছে কৃতজ্ঞ। তাই নরেন্দ্র মোদী পরিচালিত সরকারের সঙ্গে সম্পর্ককে কোনোভাবেই তারা নষ্ট করতে চায় না। এরপর আবার আজ পাকিস্তানের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *